ভারতে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের এমপির মরদেহ কলকাতায় উদ্ধার
চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হওয়ার আট দিন পর ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করেছে কলকাতা পুলিশ।
আজ (২২ মে) সকালে কলকাতার নিউ টাউনের সঞ্জীব গার্ডেনের একটি ফ্ল্যাট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
কলকাতা পুলিশের সূত্র জানিয়েছে, ফ্ল্যাটটি একজন আবগারি শুল্ক কর্মকর্তার।
কলকাতা পুলিশ এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে বলে কলকাতা পুলিশের একজন ডেপুটি কমিশনার জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, খবর পেয়ে আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডোরিন বর্তমানে কলকাতায় ঘটনাস্থলে পৌঁছেছেন।
ভারতের স্পেশাল টাস্ক ফোর্স ঘটনাটি তদন্ত করছে এবং ভারতের কেন্দ্রীয় তদন্ত শাখার কর্মকর্তারা ও ব্যারাকপুর গোয়েন্দা শাখার কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন।
কলকাতা পুলিশের মতে, এটি একটি পরিকল্পিত হত্যা।
তারা জানিয়েছে, "তার দেহ টুকরো টুকরো করা হয়েছিল এবং ফ্ল্যাট থেকে শরীরের কিছু অংশ উদ্ধার করা হয়েছে।"
ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিমের হত্যার ঘটনায় ৩ বাংলাদেশিকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
বুধবার (২২ মে) বেলা ১টার পর ধানমন্ডির নিজ বাস ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
মন্ত্রী বলেন, "এমপি আজিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই অনেক কিছু বলা যাবে না। দ্রুতই হত্যার মোটিভ জানানো হবে।"
গত ১২ মে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়ার পর আজিম নিখোঁজ হন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছিলেন।
গত রবিবার (১৯ মে) রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ এর সাথে দেখা করেন নিখোঁজ সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। বাবার সন্ধান পাওয়ার জন্য ডিবির কাছে সহযোগিতা চেয়েছিলেন তিনি।
ডিবিপ্রধান জানিয়েছিলেন, নিখোঁজ সংসদ সদস্য আনার ১২ মে দর্শনার গেদে সীমান্ত দিয়ে কলকাতা যান। কলকাতায় গোপাল নামে পরিচিত একজন ব্যক্তির বাসায় উঠেন তিনি।
পরদিন ১৩ মে সকালে নাস্তা করে ঐ বাসা থেকে বেরিয়ে যান। সেদিন সন্ধ্যায় কলকাতায় গোপালের বাসায় যাওয়ার কথা থাকলেও সংসদ সদস্য যাননি৷