প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৯ হাজার টাকা ছাড়াল
ফের বেড়েছে স্বর্ণের দাম। দেশের বাজারে সবচেয়ে ভালো মানের, অর্থাৎ, ২২ ক্যারেট স্বর্ণের দাম এবার ভরি প্রতি ৯৮৪ টাকা বাড়ানো হয়েছে।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম পড়বে এক লাখ ১৯ হাজার ৫৪৪ টাকা।
রবিবার (১৯ মে) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বাজুস জানায়, আগামীকাল সোমবার (২০ মে) থেকে নতুন দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম পড়বে এক লাখ ১৯ হাজার ৫৪৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ১৪ হাজার ১০৯ টাকা এবং ১৮ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ ৯৭ হাজার ৮০৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৮০ হাজার ৬৬৭ টাকা।
এ নিয়ে মে মাসে ষষ্ঠবারের মতো স্বর্ণের দাম বাড়াল বাজুস।