ঠাকুরগাঁওয়ে 'সোনার পাহাড়' ঘিরে রেখেছে পুলিশ
স্থানীয়দের কাছে 'সোনার পাহাড়' বলে পরিচিতি পাওয়া ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কাতিহারের আরবিবি নামের আলোচিত ইটভাটা ঘিরে রেখেছে পুলিশ। এট ইটভাটায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।
গত শনিবার রাতে ইটভাটার চারপাশে ১৪৪ ধারা জারি করে এক প্রজ্ঞাপন দেওয়া হয়। এরপর থেকে ঘটনাস্থলে ২৪ ঘণ্টাই পুলিশ পাহাড়া দিচ্ছেন। কাউকে ওই এলাকায় যেতে দেওয়া হচ্ছে না।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের কাতিহার রাজোর গ্রামের মো. রুহুল আমিনের মালিকানাধীন আরবিবি ইট ভাটায় মাটির স্তূপ খুড়ে সোনা পাওয়া যাচ্ছে। স্থানীয় লোকজন বেশ কয়েকদিন যাবৎ খুন্তি, কোদাল, বাশিলা দিয়ে মাটি খোড়াখুড়ি করে প্রতিদিন সোনার সন্ধান করছে। এতে আগ্রাসী লোকজন স্বর্ণ পাওয়ার আশায় ঝগড়া-বিবাদ করছে ও দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে। প্রতিদিন মাটি খুড়ে স্বর্ণের সন্ধান করতে থাকলে যেকোনো সময় ঘটনাস্থলে মারামারি, খুন, জখমসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সম্ভাবনা রয়েছে। তাই জেলা প্রশাসক কার্যালয়ের জুডিশিয়াল মুন্সীখানা শাখা থেকে উক্ত স্থানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রকিবুল হাসান ইট ভাটা এলাকা ও এর আশপাশে ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারা জারি করেন।
১৪৪ ধারা জারির পর থেকেই স্বর্ণের সন্ধানে আসা মানুষেরা তাড়াহুড়ো করে এলাকা ছাড়েন। মুহূর্তেই পুলিশ পুরো এলাকা তাদের নিয়ন্ত্রণে নেন। বর্তমানে জনশূন্য ইটভাটার চারিদিক।
গত এপ্রিলে হঠাৎ স্থানীয় এক ব্যক্তি তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন আরবিবি নামে একটি ইটভাটায় ইট প্রস্তুতের জন্য সংরক্ষিত মাটি খুড়লেই মিলছে সোনা। এমন খবরে স্বর্ণের লোভে হাতে কোদাল, খুন্তি ও বশিলা নিয়ে মাটির খুড়ার প্রতিযোগিতায় নামে স্থানীয়রাসহ উৎসুক জনতা।
এ বিষয়ে রাণীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান জানান, আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সার্বক্ষণিক পুলিশ পাহাড়ায় রয়েছে ঘটনাস্থল।
ঠাকুরগাঁওয়ের বাসিন্দা রেজাউল করিম বলেন, "ঘটনা জানাজানি হওয়ার পর থেকে স্বর্ণের খোঁজে বিভিন্ন এলাকার মানুষ আরবিবি ইট ভাটায় আসতে থাকে। এলাকায় অনেকে বলাবলি করছে ওই ইটভাটা এখন সোনার খনি। আগে মানুষ খোড়াখুড়ি করলেও এখন প্রশাসনের বাধার মুখে আর কেউ ঘটনাস্থলে যেতে পারছেন না।"
ইটভাটার ম্যানেজার মো. লিটন মিয়া জানান, এখন আমাদের এখানকার পরিবেশ শান্ত রয়েছে। গতকাল রাত থেকে এখানে ১৪৪ ধারা জারি রয়েছে। আজ সকাল থেকে এখন পর্যন্ত কোন ধরনের লোকজন এখানে আসে নি। যদিও কিছু লোকজন আসছে; তারা দূর থেকেই চলে যাচ্ছে ১৪৪ ধারার কথা শুনে।
রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. উমের আলী বলেন, "আজ সকাল থেকেই ইটভাটার এখানের পরিবেশ শান্ত। যদিও কিছু লোকজন সকালে এসেছিল; এখন আর লোকজন আসছে না । কেউ সোনা পেয়েছে কি-না আমার জানা নেই।"
ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, "ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি হওয়ার পর সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। ইটভাটার মাটি খোড়াকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন কোনো রকম অবনতি না হয়, সেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।"