দিনের শুরুতেই মেট্রোরেল চলাচলে বিঘ্ন, পরে স্বাভাবিক
বৃহস্পতিবার (৩০ মে) দিনের শুরুতেই ১৫ মিনিট পর পর চলেছে ঢাকা মেট্রোরেল। এসময় স্টেশনগুলোতে ভিড় বাড়তে থাকে যাত্রীদের। পরবর্তীতে অবশ্য সকাল ১০টার পরে পূর্ব নির্ধারিত সময় বিরতিতেই মেট্রো চলাচল শুরু হয়।
জানা যায়, এর আগে সকাল সাড়ে ৮টা থেকে আধাঘণ্টা মেট্রো চলাচল বন্ধ ছিল। সকাল ৯টার পর থেকে ১৫ মিনিট বিরতিতে ট্রেন আসতে শুরু করে। যান্ত্রিক ত্রুটির কারণে এমন বিঘ্ন ঘটে বলে জানা গেছে।
আজ সকালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অফিসিয়াল ফেসবুক থেকে এক ঘোষণায় জানানো হয়, 'অনিবার্য কারণবশত অদ্য ৩০/০৫/২৪ তারিখ মেট্রোরেল ১৫ মিনিট Headway (বিরতির সময়) তে চলাচল করবে। পরবর্তীতে নির্ধারিত Headway চালু হলে জানানো হবে।'
সকাল সোয়া ১০টার দিকে একই ফেসবুক পেইজ থেকে আরেক ঘোষণায় জানানো হয়, 'সকাল ১০.১০ মিনিট হতে মেট্রোরেল পূর্বের নির্ধারিত Headway তে চলাচল শুরু হয়েছে।'
তবে দিনের শুরুতে নির্ধারিত সময়ে মেট্রো চলাচলে বিঘ্ন ঘটায় ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীরা। এসময় অনেককে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।