কোটাবিরোধী শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকেড’ চলবে আজও, অবরোধ শুরু বিকেল ৩টার পর
সরকারি চাকরি থেকে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে গতকাল রোববার (৭ জুলাই) থেকে সারাদেশে শুরু হয়েছে সড়ক-মহাসড়কে অবরোধ কর্মসূচি 'বাংলা ব্লকেড'।
আজও দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ও কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অবরোধের পাশাপাশি সব বিশ্ববিদ্যালয় ও কলেজে চলবে ক্লাস-পরীক্ষা বর্জন।
'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'-এর ব্যানারে শাহবাগ থেকে আন্দোলনকারীরা ঘোষণা দেন, দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে অনির্দিষ্টকালের জন্য তারা ক্লাস-পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘট কর্মসূচি অব্যাহত রাখবেন।
গতকালের সমাবেশ শেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম জানান, আজ (৮ জুলাই) বেলা সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীরা আন্দোলনের উদ্দেশ্যে জমায়েত হবে।
তিনি বলেন 'আমরা শুধু শাহবাগে বসে থাকব না। আজ আমরা শাহবাগ থেকে কারওয়ান বাজার গিয়েছি, কাল ফার্মগেট পার হয়ে যাব। আগামীকাল ঢাকা শহরের শাহবাগ, নীলক্ষেত, মতিঝিল, চানখারপুল, সাইন্সল্যাবসহ প্রতিটি পয়েন্টে শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা ব্লকেড কর্মসূচি সফল করবেন। ঢাকার বাইরে শিক্ষার্থীরা মহাসড়কগুলো অবরোধ করবেন।'
গতকাল বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানী ঢাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। বেলা আড়াইটা থেকে বিভিন্ন হলের শিক্ষার্থীরা নিজস্ব হলের ব্যানার ও ফেস্টুন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে বিশাল মিছিল নিয়ে হলপাড়া-ভিসি চত্বর-টিএসসি-বুয়েট, ইডেন কলেজ হয়ে বিকাল পৌনে ৫টায় শাহবাগ মোড়ে অবস্থান নেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে শাহবাগ মোড় অচল হয়ে পড়ে। শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা রাজধানীর ব্যস্ততম মোড়টি অবরুদ্ধ করে রাখেন।
এছাড়াও তারা সায়েন্স ল্যাব মোড়, শাহবাগ মোড়, চানখারপুল মোড়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবরোধ করেন। এতে আজিমপুর–নিউমার্কেট থেকে মিরপুর ও গাবতলীর পথে চলাচলের সড়কে যান চলাচল বিঘ্নিত হয়।
বিক্ষোভে 'দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক', 'কোটা না মেধা, মেধা মেধা', 'তারুণ্যের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার', 'কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক' ইত্যাদি স্লোগান দেন। এ সময় সড়কের একপাশে বিপুলসংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছিলেন।
বিকেলে রাজধানীর শাহবাগ মোড় অবরুদ্ধ করে প্রতিবাদ সমাবেশের ৪ ঘণ্টা পর রাত ৮টার দিকে 'বাংলা ব্লকেড' কর্মসূচির সমাপ্তির ঘোষণা দেয়া হয়। এছাড়া প্রায় দুই ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করার পর দুপুর ১টার দিকে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন জাবির আন্দোলনরত শিক্ষার্থীরা।
শাহবাগ মোড়ের অবরোধ তুলে নেওয়ার আগে আজকের জন্য কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, 'আমাদের আন্দোলন বিদ্যুৎগতিতে ছড়িয়ে পড়ছে। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে কর্মসূচি পালন করেছেন। আমাদের আদালত দেখিয়ে লাভ নেই, আমরা আপনাদের সংবিধান দেখাচ্ছি। আমরা আশা করি, প্রধানমন্ত্রী এবারও শিক্ষার্থীদের মতের পক্ষে সংসদে দাঁড়িয়ে কোটার বিষয়ে চূড়ান্ত সুরাহা দেবেন।'
বিক্ষোভ থেকে গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার যুগ্ম আহ্বায়ক তৌহিদ সিয়াম বলেন, 'আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। একটি কুচক্রী মহল বারবার বলার চেষ্টা করছে বা অপপ্রচার চালাচ্ছে আন্দোলনকারীদের মধ্যে নাকি জামায়াত-বিএনপি ভর করেছে। স্পষ্ট করে বলতে চাই, আমাদের আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। আমাদের দাবি মেনে নেওয়া মাত্রই আমাদের আন্দোলন শেষ। কাজেই এটা বলার সুযোগ নেই যে আমরা কোনো দলের হয়ে কাজ করছি।'