নারায়ণগঞ্জে সড়ক অবরোধ শিক্ষার্থীদের
কোটা সংস্কার ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
বুধবার বেলা ১১টায় নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহরের চাষাঢ়া শহীদ মিনার ও প্রেস ক্লাবের নিচে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শহরে বিক্ষোভ মিছিল করেন।
মিছিল শেষে আন্দোলনকারীদের একটি অংশ চাষাঢ়া গোলচত্বর অবরোধ করে। আরেকটি অংশ শহরের প্রেস ক্লাবের সামনে জড়ো হয়।
বিক্ষোভে সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ আইন কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, আর পি সাহা বিশ্ববিদ্যালয় সহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
দুপুর ১২টায় চাষাঢ়া চত্বরে আসে প্রায় অর্ধশত পুলিশ সদস্য। এ সময় শিক্ষার্থীরা তাদের উদ্দেশ্য করে 'ভুয়া ভুয়া' বলে স্লোগান দেন। পরে পুলিশ সদস্যরা চাষাঢ়া সোনালী ব্যাংকের পাশের গলিতে অবস্থান নেয়। একই সময়ে একজন অতিরিক্ত পুলিশ সুপার গাড়িযোগে এলে তাকে গাড়ি থেকে নামিয়ে দেন শিক্ষার্থীরা।
বিস্তারিত আসছে.....