ছাত্র আন্দোলন ‘দমনের’ নিন্দা, শিক্ষার্থীদের প্রতি একাত্মতা জাপার
শক্তি প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলন 'দমন' প্রক্রিয়ার নিন্দা জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)। সেইসঙ্গে আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছে দলটি।
সভায় নেতা-কর্মীদের পক্ষ থেকে বলা হয়, জাতীয় পার্টির এই যৌথ সভা সর্বসম্মতভাবে ছাত্রদের কোটা আন্দোলনের প্রতি সর্বাত্মক সমর্থন জানায়। সেই সঙ্গে চলমান অহিংস ছাত্র আন্দোলনের প্রতি জাতীয় পার্টির সমর্থন অব্যাহত থাকবে।
আজ রবিবার সকাল ১১টায় রাজধানীর বনানীতে পার্টির কার্যালয়ে জরুরি এক যৌথসভা অনুষ্ঠিত হয়। পরে গণমাধ্যমকে বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো জানান দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
তিনি বলেন, 'আন্দোলনরতদের গ্রেপ্তারের নামে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার বাণিজ্য চালাচ্ছে।'
তিনি আরও বলেন, 'আন্দোলনরত ছাত্রদের দাবি অনুযায়ী আইন করে কোটা সংস্কারের প্রতি আমাদের সমর্থন আছে।
এক প্রশ্নের জবাবে চুন্নু বলেন, 'সহিংসতার নামে সরকারি বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়েছে। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রীদের দায় স্বীকার করে চলে যাওয়া উচিত।'
তিনি বলেন, 'কোনো মন্ত্রী বা এমপির বাড়িতে তো হামলা হয়নি। সেখানে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সরকারি স্থাপনাগুলো রক্ষায় তাদের কোনো উদ্যোগ ছিল না।'
সভায় মামলার এজাহারে ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদসহ অন্যদের মৃত্যুর প্রকৃত কারণ না দিয়ে 'মিথ্যা তথ্য' উপস্থাপনের নিন্দা জানানো হয়।
সভায় দলের পক্ষ থেকে নিহত ছাত্র-ছাত্রীদের আনুষ্ঠানিকভাবে 'মুক্তিসেনা' ও একটি নিরপেক্ষ কমিশন গঠনের মাধ্যমে প্রকৃত শহীদের তালিকা প্রকাশ এবং শিক্ষার্থী হত্যায় জড়িত সরকারি কর্মকর্তা ও উসকানিদাতার বিচার দাবি জানানো হয়।
এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নির্যাতন-হয়রানি বন্ধ ও ছাত্রদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের আহ্বান এবং গ্রেপ্তার ছাত্রদের অবিলম্বে মুক্তির দাবিও জানানো হয়।
সেই সঙ্গে সভা থেকে নেতাকর্মীরা অবিলম্বে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানান। তারা এও জানান, হল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রকৃত শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করতে এবং সহিংসতায় হতাহত সাংবাদিকদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান করতে হবে।