১৯ জুলাইয়ের পর মেয়াদোত্তীর্ণ মোটরযান লাইসেন্স ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ থাকবে
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর প্রধান কার্যালয়ে হামলায় সেবা বন্ধ হওয়ার কারণে ১৯ জুলাইয়ের পর থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে মোটরযানের ফিটনেস, ট্যাক্স টোকেন, অগ্রিম আয়কর, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলেও এগুলোর বৈধতা ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করল সরকার।
বুধবার (৩১ জুলাই) এ সংক্রান্ত একটি জরুরি প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১৮ ও ১৯ জুলাই দুষ্কৃতিকারীরা বিআরটিএ-এর বনানীর প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট করে। ফলে বিআরটিএ ভবনে স্থাপিত সার্ভার ও আইএস ক্ষতিগ্রস্ত হয়।
এ কারণে বিআরটিএ ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ, অগ্রীম আয়কর আদায় ও গাড়ি নিবন্ধনের মতো মোটরযান সংক্রান্ত সেবা দিতে পারছে না।
ক্ষতিগ্রস্ত সার্ভার ও আইএস সচল ও কার্যকর করার কার্যক্রম চলমান আছে বলে প্রজ্ঞাপন উল্লেখ করা হয়েছে।
'পরিস্থিতি বিবেচনায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ১২৪(১) অনুযায়ী ১৬ জুলাই থেকে যে-সব গ্রাহকের মোটরযানের ফিটনেস, ট্যাক্স টোকেন, অগ্রিম আয়কর, রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স নবায়ন সংক্রান্ত কাগজপত্রের মেয়াদ ১৯ জুলাই অতিক্রান্ত হয়েছে বা ১৫ সেপ্টেম্বরে অতিক্রান্ত হবে, সে-সব গ্রাহকের মোটরযানের উল্লিখিত সেবা সংশ্লিষ্ট কাগজপত্রের বৈধতার মেয়াদ আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো।'
এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ১৮ ও ১৯ জুলাই দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ তৈরি হয়। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব সংঘর্ষে এখন পর্যন্ত ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।