ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তার একপাশ বন্ধ করে বিক্ষোভ করছেন শতাধিক আন্দোলনকারী।
সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা শান্তিপূর্ণ কর্মসূচিতে 'হামলা করে হত্যার' প্রতিবাদে ও ৯ দফা দাবিতে আজ শনিবার (৩ আগস্ট) সারাদেশে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুযায়ী সকাল সাড়ে ১০টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনকারীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
এসময় আন্দোলনকারীরা 'গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না' সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে ব্যপক পরিমাণে পুলিশ সদস্যের উপস্থিতি দেখা গেছে।
এর আগে কোটা আন্দোলনকারীরা সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালীন শিক্ষার্থীদের ওপর সরকারের সহিংস দমন-পীড়নের প্রতিবাদে আজ দেশব্যাপী বিক্ষোভ এবং রবিবার (৪ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের "সম্পূর্ণ অসহযোগ" আন্দোলনের ঘোষণা দিয়েছেন।
গতকাল গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিবৃতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা বলেছেন, "আমরা সকল নাগরিককে আন্দোলনে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি।"