অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে কী দায়িত্ব পেলেন আসিফ ও নাহিদ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী মো. নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বাংলাদেশের ইতিহাসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া সর্বকনিষ্ঠ সদস্য।
আজ (৯ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব বণ্টন করেছেন।
মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে দেওয়া তথ্য অনুযায়ী, নাহিদ ইসলামকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
গতকাল (৮ আগস্ট) শপথ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ মাহমুদ বলেন, নতুন অন্তর্বর্তী সরকার অভিজ্ঞতা ও তারুণ্যের সংমিশ্রণে গঠিত হয়েছে।
তিনি আরও বলেন, "আমরা একসঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যাব।"
ঢাকা শহরের বাসিন্দা নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র। কুমিল্লার মুরাদনগরের বাসিন্দা আসিফ মাহমুদও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞানের মাস্টার্সের ছাত্র।
দুজনই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল নেতা ছিলেন।
২৬ বছর বয়সী নাহিদের জন্ম ১৯৯৮ সালে। তার বাবা একজন শিক্ষক এবং মা একজন গৃহিণী। নাহিদ বিবাহিত এবং একটি ছোট ভাই আছে। তিনি ঢাকা সরকারি বিজ্ঞান কলেজে পড়াশোনা করেছেন।
২৬ বছর বয়সী আসিফ নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে থেকে ২০১৫ সালে এসএসসি পাস করেন। তিনি আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ২০১৬ সালে এইচএসসি পাস করেন। তিনি কলেজের বিএনসিসি প্লাটুনের সাবেক ক্যাডেট সার্জেন্ট ছিলেন।
আসিফ ঢাবির ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিলেন বলে তার ফেসবুক পেজ থেকে জানা গেছে।