ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানালেন ব্লিঙ্কেন
নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
ব্লিনকেন বলেন, "বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের শপথ নেওয়াকে আমি স্বাগত জানাই।"
বাংলাদেশ সময় শনিবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যান্ডেল এক্স-এ এক সংক্ষিপ্ত বার্তা শেয়ার করে তিনি বলেন, "যুক্তরাষ্ট্র ড. ইউনূসের শান্ত থাকার ও শান্তির আহ্বান জানানোকে সমর্থন করে।"
ব্লিঙ্কেন বলেন, "বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।"
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। এটি বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে নতুন যাত্রায় আশার সঞ্চার করেছে।