জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও মেয়রসহ ৮৭৬ জন স্থানীয় প্রতিনিধিকে অপসারণ
সারাদেশে জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়রসহ মোট ৮৭৬ জন স্থানীয় জনপ্রতিনিধিকে অপসারণ করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অন্তর্গত স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত দুটি পৃথক আদেশ জারি করে।
প্রকাশিত পরিপত্রে অনুসারে অপসারণ করা জনপ্রতিনিধিদের মধ্যে ৬০ জন জেলা পরিষদের চেয়ারম্যান, ৪৯৩ জন উপজেলা চেয়ারম্যান এবং ৩২৩ জন পৌর মেয়র রয়েছেন।
একটি পৃথক আদেশে উপজেলা চেয়ারম্যানদের স্থলে উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে ৪৯৫ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছে।
এর আগে গত শুক্রবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ 'স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪', 'স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪', 'জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪' এবং 'উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪' এর খসড়া অনুমোদন করে। পরে এগুলো অধ্যাদেশ আকারে জারি করা হয়।
ওই সংশোধনী অনুযায়ী, বিশেষ পরিস্থিতিতে সরকার যদি জনস্বার্থে অত্যাবশ্যক বিবেচনা করে, তাহলে কোনো সিটি করপোরেশন বা পৌরসভার মেয়র ও কাউন্সিলরকে অপসারণ করতে পারবে। একইভাবে, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদেরও অপসারণের ক্ষমতা থাকবে সরকারের। সেই সাথে সরকার এসব পদে প্রশাসক নিয়োগ দিতে পারবে।