ব্রাহ্মণবাড়িয়ায় শেখ হাসিনাসহ সাবেক ৩ মন্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
গতকাল বুধবার (২৮ আগস্ট) দিবাগত মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সদর উপজেলার সুহিলপুর গ্রামের বাসিন্দা বাবুল মিয়া বাদী হয়ে তার ভাই জহিরুল ইসলামকে হত্যার অভিযোগ এনে মামলাটি দায়ের করেন। মামলায় ৫৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজহার সূত্রে জানা গেছে, গত ২০২১ সালের ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধীতা করে বিক্ষোভ করে হেফাজতে ইসলাম। মামলায় উল্লেখিত আসামিদের নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা করে।
ঘটনার দিন (২৬ মার্চ) বিকেলে সদর উপজেলার নন্দনপুরে বিসিক শিল্পনগীর সামনে বিক্ষোভকারীদের ওপর এজহারভুক্ত আসামিরা স্বশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়ে নির্বিচারে গুলি চালায়। এ সময় বাদীর ভাই জহিরুল ইসলাম মারাত্মক জখম হয় ঘটনাস্থলেই মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, "মামলাটি নথিভুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"