চট্টগ্রামে এসএস পাওয়ার প্ল্যান্টে ছুরিকাঘাতে দুই নিরাপত্তাকর্মী নিহত
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা এলাকায় এসএস পাওয়ার প্ল্যান্টে চুরি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে দুই নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
নিহতরা হলেন সারওয়ার আলম (৫১) ও রাশেদ জাওয়ারদার (২২)। দুজনেই অবসরপ্রাপ্ত সেনা ওয়ারেন্ট অফিসার ছিলেন।
রোববার (২ সেপ্টেম্বর) ভোর ৩টার দিকে হামলার সময় নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করছিলেন।
সারওয়ার আলমের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা গ্রামে, রাশেদ জাওয়ারদারের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার জাওয়ার্দার গ্রামে।
সারওয়ার আলম কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির সিকিউরিটি ইনচার্জ ছিলেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, 'দুই যুবক বিদ্যুৎকেন্দ্রটি থেকে চুরি করে পালানোর চেষ্টা করলে তাদেরকে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। এ সময় ধস্তাধস্তি হয় এবং অভিযুক্তরা দুই গার্ডকে ছুরিকাঘাত করে।'
তিনি আরও বলেন, হামলার পরপরই হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় দুই নিরাপত্তাকর্মীকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি জানান, হত্যাকাণ্ডের ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং দোষীদের গ্রেপ্তারে আইনি প্রক্রিয়া চলছে।
চট্টগ্রামের বাঁশখালীতে ১৩২০ মেগাওয়াটের এসএস পাওয়ার প্ল্যান্টটি ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন শুরু করে।
এ বিদ্যুৎকেন্দ্রের ৭০ শতাংশের মালিকানা এস আলম গ্রুপের, বাকি ৩০ শতাংশের মালিকানা সেপকো ইলেকট্রিক পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন ও এইচটিজি ডেভেলপমেন্ট গ্রুপের হাতে।
এসএস পাওয়ার প্ল্যান্ট দেশের প্রথম বেসরকারি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প।
২০১৬ সালে এ বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকে তিনটি ঘটনায় ১২ জন শ্রমিক ও স্থানীয় বাসিন্দা নিহত হয়েছেন।