চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।
আজ (৪ সেপ্টেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম বলেন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর সাম্প্রতিক হামলার কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজেও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
ডাক্তারদের লাঞ্ছিত করা এবং ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে এর আগে সারাদেশে চিকিৎসকরা "কমপ্লিট শাটডাউন" ঘোষণা করেন।
এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের একমাত্র বিশেষায়িত হাসপাতাল চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসকরাও ধর্মঘটে যান। ফলে হাসপাতালে সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়।
পরে তারা ধর্মঘট স্থগিত করে পুনরায় চিকিৎসা সেবা দিতে রাজি হন।