সচিবালয়ে আনসারদের হামলায় আহত ব্যক্তির মৃত্যু
গত ২৫ আগস্ট সচিবালয়ে আনসার সদস্যদের হামলায় আহত ৪৫ বছর বয়সী এক ব্যক্তি বুধবার (৪ সেপ্টেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
নিহত শাহীন হাওলাদার বাগেরহাটের মোংলা উপজেলার সোবহান হাওলাদারের ছেলে ও রেন্টাইল কার সার্ভিসের চালক।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া এ তথ্যের সত্যথা নিশ্চিত করেছেন।
শাহীনের ছেলে বিশাল আহমেদের বরাত দিয়ে বাচ্চু মিয়া জানান, তিনি খিলগাঁওয়ের গোড়ান এলাকায় থাকতেন। গত ২৫ আগস্ট আনসার সদস্যদের অবরোধের সময় আটকে পড়েন তার ছেলে বিশাল। বিশালের ফোন পেয়ে রাত ৯টার দিকে তার খোঁজে সচিবালয়ে যান শাহীন। তিনি সচিবালয়ে পৌঁছালে হট্টগোলের মধ্যে আনসার সদস্যরা শাহীনের ওপর হামলা চালায়। পরে তাকে ঢামেক হাসপাতালে এনে অস্ত্রোপচার করা হয়।
তিনি আরও জানান, বুধবার সকালে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।