৭ দিনের রিমান্ডে আছাদুজ্জামান মিয়া
২০১৫ সালে নিহত খিলগাঁও থানা ছাত্রদল নেতা নুরুজ্জামান হত্যা মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার সাত দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত।
তদন্ত কর্মকর্তা তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুল ইসলাম সাত দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করা হয়।
খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সেক্রেটারি নুরুজ্জামানকে ২০২৫ সালের ২০ জানুয়ারি মৃত অবস্থায় পাওয়া যায়। গণমাধ্যমের খবর অনুযায়ী, 'বন্দুকযুদ্ধে' তিনি নিহত হন।
এ ঘটনার এক দশক পর গত ৩ সেপ্টেম্বর আছাদুজ্জামান মিয়াসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা করেন নুরুজ্জামানের বাবা ইয়াকুব আলী।
আছাদুজ্জামান মিয়া ২০১৫ সালের ৭ জানুয়ারি থেকে ২০১৯ সালের ১৩ আগস্ট অবসর নেওয়া পর্যন্ত ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
এরপর একই বছরের ১৪ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এক মাসের জন্য ডিএমপির কমিশনার হিসেবে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়।
পরে ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর তিনি মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে নবগঠিত জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন। এ কার্যালয়ের সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২২ সালের সেপ্টেম্বরে শেষ হয়।
সাম্প্রতিক মাসগুলোতে দুর্নীতি ও অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগের কারণে আলোচনায় ছিলেন আছাদুজ্জামান মিয়া।
বেশ কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, তিনি ও তার পরিবারের সদস্যদের ঢাকায় বেশ কিছু প্লট, অ্যাপার্টমেন্ট, জমি ও কোম্পানি রয়েছে।