১৪ ও ১৫ সেপ্টেম্বর সমাবেশের ঘোষণা বিএনপির
আগামী ১৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহিদ মিনারে ও ১৫ সেপ্টেম্বর নয়াপল্টনে পার্টি অফিসে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। রাজনৈতিক দমন-পীড়নের শিকার ব্যক্তিদের স্মরণে ও আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে দলটির এই উদ্যোগ নিয়েছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ (বৃহস্পতিবার) দলের সদস্যদের সাথে মিটিং করেন। এরপর এক ব্রিফিংয়ের মাধ্যমে তিনি এই তথ্য জানান।
মির্জা ফখরুল বলেন, "শহিদ মিনারের সমাবেশে বিগত ১৪ থেকে ১৫ বছরে যারা শহিদ, পঙ্গু বা নির্যাতিত হয়েছেন তাদের স্বজনরা অংশ নেবেন। অনুষ্ঠানে সংগীত, কবিতা আবৃত্তি এবং পরিবেশনাসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড থাকবে।"
বিএনপি মহাসচিব বলেন, "আগামী ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে দলীয় কার্যালয়ের সামনে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হবে।"
বৈঠকে দেশের কলকারখানাকে অস্থিতিশীল করতে পরিকল্পিত ষড়যন্ত্র চালানো হচ্ছে অভিযোগ করেন ফখরুল। তিনি বলেন, "শিক্ষার্থী ও গণঅভ্যুত্থানকে ক্ষুণ্ন করতে একটি মহল সুপরিকল্পিত এজেন্ডা নিয়ে কাজ করছে।"
মির্জা ফখরুল আরও বলেন, "ফ্যাসিবাদী শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশ ও এর জনগণের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এসব বিদ্বেষমূলক প্রচারণা কখনোই মেনে নেওয়া হবে না।"