চট্টগ্রাম আদালতে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ ৮৩ জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামে রাহাট্টারপুল এলাকায় আন্দোলকারীদের দের ওপর হামলার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন মেখ রেহানাসহ ৮৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গত বৃহস্পতিবার শ্রমিক দলের এক সদস্য মুস্তফা জামান এ মামলাটি দায়ের করেন। চট্টগ্রাম দ্বিতীয় মহানগর ম্যাজিস্ট্রেট অলিউল্লাহর আদালত বকলাইয়া থানা পুলিশকে বিষয়টি তদন্ত করার এবং এটি একটি অভিযোগ হিসেবে বিবেচনা করার নির্দেশ দিয়েছে।
মামলায় আরও উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরী, সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান এবং সাবেক জামাল খান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন অন্তর্ভুক্ত রয়েছেন।
অভিযোগ অনুযায়ী, ২ আগস্ট শুক্রবারের জুমার নামাজের পর যখন মুস্তাফা জামান ও তার মেয়ে বকুলিয়ার রহাট্টারপুল এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিচ্ছিলেন। অভিযোগ করা হয়েছে যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩০০ থেকে ৪০০ জন কর্মী দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠি নিয়ে মিছিলে হামলা চালায়। হামলাটি আসামিদের নির্দেশে পরিচালিত হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে, এতে জামানের মেয়েসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।
জামান আরও অভিযোগ করেছেন যে আওয়ামী লীগের সদস্যরা তার মেয়েসহ পাঁচজনকে আটক করে এবং তাদের পরিবারের কাছ থেকে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে মৃত্যু ও গুম করে দেওয়ার হুমকি দেওয়া হয়। প্রত্যেকের জন্য ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দেওয়ার পর তাদের মুক্তি দেওয়া হয়।