একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি শাহরিয়ার কবির আটক
একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি ও লেখক শাহরিয়ার কবিরকে গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) আটক করা হয়েছে।
শাহরিয়ার কবিরকে তার বনানীর বাসা থেকে থেকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন।
বনানী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখানো হবে বলেও জানান তিনি।
একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে প্রতিষ্ঠিত একটি প্রেশার গ্রুপ। এটি বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার পক্ষে কথা বলে।
১৯৯৪ সালে জাহানারা ইমামের মৃত্যুর পর ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি হন শাহরিয়ার কবির। ২০২৪ সাল পর্যন্ত তিনি সভাপতির দায়িত্ব পালন করেন। পরে তাকে উপদেষ্টামণ্ডলীর সভাপতি করা হয়।
বাংলা একাডেমি পুরস্কার পাওয়া লেখক শাহরিয়ার কবির একজন শিশুসাহিত্যিকও।
ছাত্রজীবন শেষ করে ১৯৭২ সালে সাপ্তাহিক বিচিত্রায় সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন শাহরিয়ার কবির। পরে পত্রিকাটির নির্বাহী সম্পাদক হিসেবে ১৯৯২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
১৯৭৬ থেকে ১৯৮০ সাল পর্যন্ত বাংলাদেশ লেখক শিবিরের সাধারণ সম্পাদক ছিলেন শাহরিয়ার কবির।
এর আগে গতকাল রাত ১০টার দিকে সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে গতকাল ভারতে পালানোর সময় ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে দুই সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্তকে।
তার আগে রোববার রাতে রাজধানীর বেইলী রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে।
গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে দেশে ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার।
অন্তর্বর্তী সরকার গঠনের পর একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিরা। এছাড়া আওয়ামী লীগের জোটসঙ্গী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক এমপি রাশেদ খান মেনন এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকেও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাবেক মন্ত্রীদের মধ্যে আছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক, জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়া আরও গ্রেপ্তার হয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী।