১০ ঘণ্টা পর আবারও মেট্রোরেল চলাচল স্বাভাবিক
কারিগরি ত্রুটির কারণে রাজধানীর আগারগাঁও-মতিঝিল অংশে ১০ ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টা ২৫ মিনিট থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।
এর আগে কারিগরি ত্রুটির কারণে আজ সকাল ৯টা ৪৫ মিনিট থেকে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। তবে এই সময়ে উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ডিরেক্টর (অপারেশন এন্ড মেইনটেনেন্স) নাসির উদ্দিন আহমেদ টিবিএসকে বলেছিলেন, "ফার্মগেট ও বিজয় সরণির মাঝামাঝি ভায়াডাক্টে সমস্যা হওয়ার কারণে আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে। কারিগরি টিম কাজ করছে। এটা ঠিক করতে কতটুকু সময় লাগবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে যত দ্রুত সম্ভব ঠিক করে ট্রেন চলাচল স্বাভাবিক করে দেওয়া হবে।"
ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, "উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে।'
মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।