নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে মোদী-ইউনূস বৈঠক হচ্ছে না: ভারতীয় সংবাদমাধ্যম
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাঝে বৈঠক হওয়ার সম্ভাবনা নেই।
বিষয়টি সম্পর্কে জানেন, এমন কয়েকজন ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
উল্লেখ্য, আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্রে আয়োজিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাবেন দুই রাষ্ট্রনেতা। কিন্তু সেখানে ড. ইউনুসের সঙ্গে মোদি আলাদাভাবে সাক্ষাৎ করবেন না বলে দাবি সূত্রের।
এর আগে চলতি মাসের প্রথমদিকে এই বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে ড. ইউনূস ও মোদির মধ্যে বৈঠকের জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছিল।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সূত্র জানিয়েছে, হাসিনা সরকারের পতনের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, তা দূর করতে সাহায্য করবে—এই আশায় ঢাকা এই বৈঠকের বিষয়ে আগ্রহী।
তবে এ ধরনের বৈঠক ভারতের এজেন্ডার অংশ নয় বলে সূত্রের বরাতে দাবি করেছে হিন্দুস্তান টাইমস। এছাড়াও যুক্তরাষ্ট্রে মোদির তিন দিনের সফরসূচিও ব্যস্ত। আগামী ২১ সেপ্টেম্বর উইলমিংটনে কোয়াড নেতাদের সম্মেলনে যোগ দেবেন মোদি। তারপর ২৩ সেপ্টেম্বর
জাতিসংঘের সাধারণ অধিবেশনে সামিট অভ দ্য ফিউচার-এও বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
একজন ভারতীয় কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেন, 'নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী কিছু দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারপ্রধানের সঙ্গে কোনো বৈঠক তার শিডিউলে নেই।'
হিন্দুস্তান টাইমসের দাবি, শিডিউল ইস্যু ছাড়াও সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে ড. ইউনূসের মন্তব্য এবং ঢাকার অন্তর্বর্তী সরকারের সদস্যদের প্রায় প্রতিদিনের মন্তব্যে ভারতের সমালোচনা করার বিষয়টি নয়াদিল্লি ভালোভাবে নেয়নি।
ওই সাক্ষাৎকারে ড. ইউনূস ভারতে নির্বাসিত থাকা অবস্থায় বাংলাদেশের ঘটনাপ্রবাহ নিয়ে মন্তব্য করার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করেন। ড. ইউনূস ইঙ্গিত দিয়েছিলেন, গত ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া হাসিনার প্রত্যর্পণ চাইতে পারে বাংলাদেশ।
হাসিনা ও ভারত প্রসঙ্গে একই সুর শোনা গেছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাসহ অন্য উপদেষ্টাদের কথাতেও।
হিন্দুস্তান টাইমসের দাবি, এই প্রেক্ষাপটে মোদি-ইউনুস বৈঠকের সম্ভাবনা একেবারেই নেই বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও মোডদির বৈঠকের কোনো পরিকল্পনা নেই বলে দাবি হিন্দুস্তান টাইমসের। তবে তাদের মুখোমুখি সাক্ষাৎ হলেও হতে পারে। যদিও ট্রাম্প বলেছেন, তিনি আগামী সপ্তাহেই মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন।