এস আলমের গৃহকর্মী মর্জিনার স্বামী সাদ্দামকে বরখাস্ত করেছে ইসলামী ব্যাংক
ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের কোটিপতি গৃহকর্মী মর্জিনার স্বামী সাদ্দাম হোসাইনকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করেছে ইসলামী ব্যাংক। গতকাল মঙ্গলবার ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সাঈদ মোল্লাহ এই আদেশ দেন।
আদেশে উল্লেখ করা হয়- 'কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, ২০ সেপ্টেম্বর তারিখের বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হিসাবে চট্টগ্রাম দক্ষিণ জোনাল অফিসে কাজ করার সময় অননুমোদিতভাবে অনুপস্থিত থাকার পাশাপাশি–- প্রতারণামূলক উপায়ে সম্পদ অর্জনের জন্য আপনাকে অবিলম্বে সাসপেনশনের অধীনে রাখা হয়েছে।'
'আপনার স্থগিতাদেশের সময়কালে, ব্যাংকের মানবসম্পদ নীতির বিধান অনুসারে– সম্পূর্ণরূপে অন্যান্য সমস্ত গ্রহণযোগ্য ভাতাসহ প্রতি মাসে আপনার মূল বেতনের অর্ধেক হারে আপনাকে জীবিকা ভাতা প্রদান করা হবে। আপনি জোনাল অফিস, বরিশাল এর সাথে সংযুক্ত থাকবেন এবং স্থগিতাদেশের সময় আপনাকে অফিসে উপলব্ধ থাকতে হবে এবং আপনি কোন চাকুরী/কোন ব্যবসা গ্রহণ করবেন না।'
এর আগে সাদ্দাম হোসেন চট্টগ্রামের চকবাজার শাখায় সিনিয়র প্রিন্সিপাল হিসেবে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুসন্ধানে, সম্প্রতি এস আলমের গৃহকর্মী মর্জিনা আকতারের কোটিপতি হওয়ার বিষয়টি আলোচনায় আসে।
এনবিআরের তথ্যমতে, ইসলামী ব্যাংক পাঁচলাইশ শাখায় মর্জিনা আকতারের ২২টি এফডিআরে জমা আছে ১ কোটি ৩ লাখ ৫৯ হাজার ৮৬৬ টাকা।
এ ছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক প্রবত্তক শাখায় মর্জিনার আরেকটি হিসাবে, ২০১২ সাল থেকে গত ১২ বছরে ১ কোটি ৮৪ লাখ টাকা লেনদেন হওয়ার তথ্য রয়েছে।
এর আগে প্রায় এক যুগ ধরে এস আলম পরিবারের চট্টগ্রাম শহরের সুগন্ধা আবাসিক এলাকায় অবস্থিত বাসভবনে গৃহকর্মী হিসেবে কাজ করে আসছেন মর্জিনা।
মর্জিনা এবং সাদ্দামের গ্রামের বাড়ি ময়মনসিংহ ধোবাউড়া উপজেলায়। গৃহকর্মীর সাথে বিয়ে দেয়ার পর সাদ্দামকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে চাকুরি দেন এস আলম। তখন থেকে ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংকসহ এস আলমের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোতে নিয়োগ ও বদলি বাণিজ্য শুরু করে্ন সাদ্দাম।
পরবর্তীতে আকিজ উদ্দিন ফার্স্ট সিকিউরিটি ব্যাংক থেকে ইসলামী ব্যাংক থেকে ডিএমডি হিসেবে যোগ দিলে সাদ্দামও ইসলামী ব্যাংকে যোগ দেন। তখন থেকে ইসলামী ব্যাংকে নিয়োগ বাণিজ্যে আকিজ উদ্দিনের প্রধান সহযোগী হিসেবে কাজ করেন এই সাদ্দাম।
ইসলামী ব্যাংক বাংলাদেশ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক—দুটোই এস আলম গ্রুপের মালিকানায় ও নিয়ন্ত্রণে ছিল। সম্প্রতি এই দুটি ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন সাইফুল আলম নিজে আর ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তাঁর ছেলে আহসানুল আলম। আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংক দুটি এস আলমমুক্ত করা হয়।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান। তাঁর সরকারের আমলে যেসব ব্যবসায়ী গোষ্ঠী সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে, তাদের অন্যতম এস আলম গ্রুপ। গত এক দশকে সাইফুল আলম ও তাঁর পরিবারের বিরুদ্ধে ব্যাংক দখল, অর্থ পাচারসহ বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ রয়েছে। এর পেছনে ছিল রাষ্ট্রীয় ও রাজনৈতিক প্রশ্রয়। জানা গেছে, এস আলম গ্রুপের নামে-বেনামে কমপক্ষে দেড় লাখ কোটি টাকার ঋণ আছে।