সংবিধান সংস্কার: নাগরিকদের মতামত জানতে ওয়েবসাইট চালু
সংবিধান সংস্কার কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (http://crc.legislativediv.gov.bd) চালু করা হয়েছে।
আজ মঙ্গলবার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের উপপরিচালক সাব্বির মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ ওয়েবসাইটে গিয়ে সাধারণ নাগরিকরা সংবিধান সংস্কারের বিষয়ে পরামর্শ, মতামত ও প্রস্তাব জানাতে পারবেন। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত পরামর্শ, মতামত ও প্রস্তাব জানানো যাবে। কেউ চাইলে নিজের নাম প্রকাশ না করেও মতামত জানাতে পারবেন।
এ ওয়েবসাইটে কমিশনের পরিচিতি, সাম্প্রতিক তথ্য, প্রতিবেদন, অংশীজনের প্রস্তাব, যোগাযোগের ঠিকানা ও গুরুত্বপূর্ণ লিংক পাওয়া যাবে।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে গত ৫ অগাস্ট শেখ হাসিনারের পতনের পর অন্তর্বর্তী সরকার বেশ কিছু বিষয়ে সংস্কারে কমিশন গঠন করেছে। এর একটি সংবিধান সংস্কার কমিশন। শুরুতে আইনজীবী শাহদীন মালিককে এ কমিশনের প্রধান করা হলেও পরে তিনে সরে দাঁড়ান। পরে দায়িত্ব পান আলী রিয়াজ।