প্রাথমিক বিদ্যালয় ছাড়া সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে ২২ ফেব্রুয়ারি: দীপু মনি
২২ ফেব্রুয়ারি থেকে প্রাথমিক বিদ্যালয় ছাড়া সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
আজ (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, "প্রাথমিক বিদ্যালয় ছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ২২ ফেব্রুয়ারি থেকে খুলে দেওয়া হবে।"
যেসব শিক্ষার্থী কোভিড-১৯ টিকার দুটি ডোজ নিয়েছে, শুধু তারাই স্বশরীরে ক্লাসে যোগ দিতে পারবে, তিনি যোগ করেন।
দীপু মনি আরও বলেন, পুনরায় খোলার বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলো নিজেরা সিদ্ধান্ত নিতে পারবে।
কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটি (এনটিএসি) গতরাতে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করে এবং সংক্রমণের হার কমে যাওয়ায় সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সুপারিশ করে।
বৈঠক শেষে এনটিএসি চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ গণমাধ্যমকে বলেন, "দেশে কোভিড পরিস্থিতির উন্নতি হয়েছে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খোলা যেতে পারে।"
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছিলেন, দেশে করোনা পরিস্থিতির উন্নতি হলে চলতি মাসের শেষের দিকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে।
করোনাভাইরাস মহামারীর কারণে ২০২০ এর ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দেশে কোভিড-১৯ পরিস্থিতির উন্নতি হলে ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান আবার খুলে দেওয়া হয়।
চলতি বছরের ২১ জানুয়ারি সরকার ঘোষণা করে, ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব স্কুল-কলেজ বন্ধ থাকবে। কোভিড -১৯ এর সংক্রমণ বেড়ে যাওয়ায় এ ঘোষণা দেওয়া হয়।
এরপর এই নিষেধাজ্ঞা ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।