অনলাইনে ফাঁস হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বের হলো স্পাইডারম্যান ছবির মূল ট্রেলার: মাল্টিভার্সের আভাস
অবশেষে মারভেল ভক্তদের অপেক্ষার অবসান ঘটল। গতকাল (২৩শে আগস্ট) অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার পর আজ আনুষ্ঠানিকভাবে 'স্পাইডারম্যান: নো ওয়ে হোম'-এর ট্রেলার প্রকাশ করেছে সনি পিকচারস। এই ছবি দিয়েই বড়পর্দায় আসতে যাচ্ছে মারভেলের বহুল আলোচিত মাল্টিভার্স থিউরি।
জন ওয়াটস পরিচালিত স্পাইডারম্যান: নো ওয়ে হোমে পূর্ববর্তী স্পাইডারম্যান মুভিগুলোর কিছু চরিত্রের সমাবেশ ঘটতে যাচ্ছ। স্যাম রাইমির স্পাইডারম্যান ২-এর খলনায়ক ডক্টর অক্টোপাস (আলফ্রেড মলিনা)-কে দেখা গিয়েছে এই ট্রেলারে।
মার্ক ওয়েবের অ্যামেইজিং স্পাইডারম্যান ২-র খলনায়ক ইলেক্ট্রো (জেমি ফক্স)-এর উপস্থিতিও টের পাওয়া গেছে। এছাড়া ডক্টর স্ট্রেঞ্জ হিসেবে মারভেলের এই ছবিতেও থাকছেন বেনেডিক্ট কাম্বারব্যাচ।
মারভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (এমসিইউ) স্পাইডারম্যান টম হল্যান্ডের সাথে এই ছবিতে সনির পূর্ববর্তী দুই স্পাইডারম্যান, টবি ম্যাগুয়ের ও অ্যান্ড্রু গারফিল্ডকেও দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে।
নো ওয়ে হোম এই মুহূর্তে সনি পিকচারসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিনেমা। মারভেল স্টুডিও'র অধীনে নির্মিত এই ছবির উপর ভক্তদের প্রত্যাশা প্রায় 'অ্যাভেঞ্জার্স' সিনেমাগুলোর মতোই। মারভেলের কাছে স্পাইডারম্যানের সত্ত্ব বিক্রির পর থেকে চরিত্র হিসেবে স্পাইডারম্যান ও এই চরিত্রের ছবিগুলোর জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে গিয়েছে।
পূর্ববর্তী স্পাইডি মুভি স্পাইডারম্যান: ফার ফ্রম হোম সনির ইতিহাসেরই সবচেয়ে বেশি আয় করা চলচ্চিত্র। বক্স অফিস থেকে এমসিউর'র দ্বিতীয় স্পাইডারম্যান মুভিটি তুলেছিল সর্বমোট ৯ হাজার ৬২৭ কোটি টাকা।
স্পাইডারম্যান: নো ওয়ে হোম মুক্তি পাচ্ছে ১৭ই ডিসেম্বর।
- সূত্র: হলিউড রিপোর্টার