সর্বকালের সেরা ভারতীয় চলচ্চিত্রের মর্যাদা পেল সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালী'
কিংবদন্তি বাংলা চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালী'কে সর্বকালের সেরা ভারতীয় ছবির খেতাব দিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিক্স (FIPRESCI)। এছাড়া, ভারতীয় সিনেমার ইতিহাস ঘেঁটে তালিকা করা হয়েছে সেরা ১০টি ছবির।
সর্বকালের সেরা ভারতীয় ছবি নির্বাচনের জন্য FIPRESCI-এর ৩০ সদস্য গোপন ভোটে অংশ নিয়েছিলেন। সে অনুযায়ী পোলের ফলাফলের উপর ভিত্তি করে প্রথম স্থান অধিকার করে সত্যজিৎ রায়ের ১৯৫৫ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র 'পথের পাঁচালী'। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসকে সুনিপুণভাবে সিনেমার পর্দায় তুলে ধরেছিলেন সবার প্রিয় 'মানিকদা'। সত্যজিৎ রায়ের অপু ট্রিলজি-র প্রথম চলচ্চিত্র ছিল এটি। সত্যজিতের এ সিনেমার প্রশংসা করেছেন সারা বিশ্বের খ্যাতনামা সব চলচ্চিত্র নির্মাতারা। ১১টি আন্তর্জাতিক পুরস্কার রয়েছে 'পথের পাঁচালী'র ঝুলিতে।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঋত্বিক ঘটকের মাস্টারপিস ১৯৬০ সালের চলচ্চিত্র 'মেঘে ঢাকা তারা'। মৃণাল সেনের ১৯৬৯ সালের সিনেমা 'ভূবন সোম' রয়েছে তিন নম্বরে। চার নম্বরে রয়েছে মালয়ালাম ছবি 'এলিপাত্থায়ম' (The Rat Trap)। ১৯৮১ সালে পরিচালক আদুর গোপলাকৃষ্ণন নির্মাণ করেছিলেন এই সিনেমা। গিরীশ কাশারাভিলি-র সিনেমা 'ঘাটাশ্রাদ্ধা' রয়েছে পঞ্চম স্থানে। তার ঠিক পরেই ছয় নম্বরে রয়েছে হিন্দি সিনেমা 'গরম হাওয়া'।
তালিকার সাত নম্বরে আবার সত্যজিৎ- তাঁর আরেক বিখ্যাত সিনেমা 'চারুলতা'র কারণে। শ্যাম বেনেগালের 'অঙ্কুর', গুরু দত্ত-র ১৯৫৪ সালের সিনেমা 'পেয়াসা' আর ১৯৭৫ সালের ব্লকব্লাস্টার সিনেমা 'শোলে' রয়েছে যথাক্রমে আট, নয় ও দশ নম্বরে।