প্রিন্সেস ডায়ানার বিখ্যাত লকেট নিলামে কিনে নিলেন কিম কার্দাশিয়ান
আমেরিকান রিয়েলিটি টেলিভিশন তারকা, মডেল ও মিডিয়া ব্যক্তিত্ব কিম কার্দাশিয়ান প্রিন্সেস ডায়ানার একটি লকেট নিলামে কিনে নিয়েছেন। নীলকান্তমণি ও হীরাখচিত এই লকেটটির নাম 'আটাল্লাহ ক্রস'। প্রয়াত প্রিন্সেস ডায়ানা একাধিক অনুষ্ঠানে এই লকেটটি গলায় পরেছিলেন বলে জানিয়েছে নিলামকারী প্রতিষ্ঠান সোথবি'স।
১৯২০'র দশকে ব্রিটিশ জহুরি জেরার্ডের তৈরি এই লকেটটি বুধবার লন্ডনে সোথবি'স এর 'রয়্যাল অ্যান্ড নোবেল' শীর্ষক নিলামে ১৬৩,৮০০ পাউন্ডে (২০২,৩০০ ডলার) বিক্রি হয়েছে।
১৯৮৭ সালে একটি চ্যারিটি গালা অনুষ্ঠানে ডায়ানা এই লকেটটি পরেছিলেন। নিলামে লকেটটি যে দামে বিক্রি হবে বলে অনুমান করেছিল সোথবি'স, বিক্রি হয়েছে তার দ্বিগুণেরও বেশি দামে। কিম কার্দাশিয়ানের হয়ে তার একজন প্রতিনিধি এই লকেটটি কিনে নিয়েছেন বলে নিশ্চিত করেছে সোথবি'স।
নিলামের আগে সোথবি'স এর ক্রিস্টিয়ান স্পফোর্থ বলেছিলেন, "প্রয়াত প্রিন্সেস ডায়ানার পরিহিত বা মালিকানায় থাকা লকেট 'আটাল্লাহ ক্রস' অত্যন্ত চমৎকার, বর্ণিল ও স্বতন্ত্র বৈশিষ্ট্যের একটি অলঙ্কার। আরেক অর্থে এই লকেটটিকে প্রিন্সেস ডায়ানার তৎকালীন সময়ে তার নিজের পোশাক-পরিচ্ছদ ও গয়নার ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে ওঠার প্রতীক হিসেবে ধরা যায়।"
এদিকে প্রিন্সেস ডায়ানার লকেট কেনার মাধ্যমে আরও একবার ফ্যাশন জগতের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন কিম কার্দাশিয়ান। গত বছর ৪২ বছর বয়সী এই তারকা মেট গালাতে প্রয়াত হলিউড তারকা মেরিলিন মনরোর একটি বিখ্যাত গাউন গায়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন।
কিমের 'অতিরিক্ত স্বাস্থ্যবান' হওয়ার কারণে মনরোর গাউনটি তিনি কয়েক জায়গায় ছিঁড়ে ফেলেছেন বলে অভিযোগ উঠেছিল। যদিও লস অ্যাঞ্জেলেসের রিপলে'স বিলিভ ইট অর নট! জাদুঘর কর্তৃপক্ষ- যারা গাউনটির মালিক, তারা এ অভিযোগ অস্বীকার করেছে।