বাংলাদেশের আন্দোলনে সংহতি জানালেন বিটিএস সদস্য জাংকুক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে চলমান পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছেন বিভিন্ন মহলের তারকারা। দেশের তারকাশিল্পীদের পাশাপাশি বহির্বিশ্বেও অনেকেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুলছেন, শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করছেন।
এবার সেই দলে যোগ দিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড 'বিটিএস'-এর সদস্য জিওন জং-কুক ওরফে জাংকুক।
শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে বাংলাদেশের জাতীয় পতাকার ছবির সামনে এক শিশুর চোখবাঁধা ছবি ফেসবুকে পোস্ট করেছেন বিটিএস তারকা জাংকুক।
রোববার (৪ আগস্ট) রাতে জাংকুক তার ভেরিফায়েড ফেসবুক পেইজে সংহতি প্রকাশ করে ওই ছবি পোস্ট করেন।
ওই পোস্টে জাংকুক লিখেছেন, 'বাংলাদেশের মানুষ কঠিন সময় পার করছে, আমি তাঁদের জন্য প্রার্থনা করছি। তোমাদের মঙ্গল কামনা করছি।'
ওই ভেরিফাইড ফেসবুক পেজটি জাংকুকের অফিশিয়াল নাকি ফ্যানপেজ, তা নিশ্চিত করা যায়নি। তবে ইতিমধ্যেই ওই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেক বাংলাদেশি ভক্ত এই তারকাকে ধন্যবাদ জানিয়েছেন।