সিঙারার দাম ১০০০ রুপি! প্রিয়াঙ্কার রেস্তরাঁ ‘সোনা’র খাবারের দাম শুনলে ঘাম ছুটবে!
সুদূর মার্কিন মুলুকে ভারতীয় খাবারের স্বাদ চাখাতে নিউইয়র্কে রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার ইন্ডিয়ান রেস্তোরাঁ, নাম 'সোনা'। অসম্ভব সুন্দর ইন্টেরিয়র ডিজাইন নাকি এই রেস্তোরাঁর। মূলত প্রিয়াঙ্কা আর তার বন্ধু মণীশ গোয়েলের যৌথ উদ্যোগে এই রেঁস্তোরার পথচলা শুরু।
'সোনা'তে রয়েছে ভারতীয় নানা খাবারের জিভে জল আনা পদ। একাধিক সুস্বাদু খাবারের আইটেম যেমন ম্যাঙ্গো প্যাশন জুস, সোনা চকটেল গেটক্স, টাকিলা ভর্তি গোলগাপ্পা, ক্রাব পুরি এবং ক্যাভিয়ার, কোকোনাট চাটনি সহ একাধিক সুস্বাদু খাবার রয়েছে অভিনেত্রীর রেস্তোরাঁর মেনুতে। রয়েছে সিঙারা, বড়া পাও, মাসালা এগ, এগ অ্যান্ড চিজ দোসা, মাশরুম ভুজি সহ একাধিক ছোট ছোট আইটেমও।
কিন্তু এই রেস্তোরাঁর খাবারের মেনুর ছোট ছোট পদগুলোর দাম শুনলেও চোখ কপালে উঠবে। এই রেস্তোরাঁয় সবচেয়ে কম দাম নাকি সিঙাড়ার, তবে সেটিও হাজার টাকার বেশি।
মুম্বাইয়ের অন্যতম জনপ্রিয় স্ট্রিট ফুড বড়া পাও। ভারতের সাধারণ দোকানে মাত্র ৪০ রুপিতে মেলে এই খাবার। কিন্তু প্রিয়াঙ্কার রেস্তোরাঁতে এর দাম ১৪ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১ হাজার ৩৯ রুপি। রেস্তোরাঁটিতে যে কোনও পদের দামই শুরু ১২ ডলার থেকে।
ডিমের পদের মধ্যে রয়েছে মাসালা এগ, এগ অ্যান্ড চিজ দোসা, মাশরুম ভুজি। এই প্রত্যেকটি পদের দাম ১ হাজার ৪০৬ রুপি থেকে ১ হাজার ৭১৮ রুপির মধ্যে।
শুধু ভারতীয় পদ নয়, অভিনেত্রীর রেস্তোঁরায় রয়েছে বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, পিৎজা থেকে চিংড়ির পাকোড়া, চাটনিসমেত দোসা, ফুচকা সাজানো প্লেট, অ্যালকোহল দিয়ে পানিপুরির কম্বিনেশন.. আরও রকমারি পদ। গেট টুগেদার, জন্মদিনের পার্টি, আর্শীবাদের অনুষ্ঠান ইত্যাদি আয়োজনের ব্যবস্থাও রয়েছে 'সোনা'য়।
- সূত্র- হিন্দুস্তান টাইমস