দূষণ রোধে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করল ভারত
শুক্রবার (১ জুলাই) থেকে দেশে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করেছে ভারত। খবর সিএনএন এর।
স্ট্র থেকে শুরু করে সিগারেটের প্যাকেট পর্যন্ত বিভিন্ন পণ্যে এ ধরনের প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে প্লাস্টিক বর্জ্য সার্বিক দূষণের একটি উল্লেখযোগ্য উৎস হয়ে উঠেছে।
দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে দেশটিতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বেড়েছে।
সিএনএন এর প্রতিবেদন থেকে জানা গেছে, বছরে প্রায় ১৪ মিলিয়ন টন প্লাস্টিক ব্যবহারকারী ভারতে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য সংগঠিত কোনো ব্যবস্থা নেই, ফলে ব্যাপকভাবে এ জাতীয় আবর্জনা ছড়িয়ে পড়ে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার এক বিবৃতিতে সিঙ্গেল-ইউজ প্লাস্টিকের তৈরি কিছু পণ্যের তালিকা প্রকাশ করেছে। এরমধ্যে আছে স্ট্র, কাটলারি, ইয়ার বাড, প্যাকেজিং ফিল্ম, বেলুন বাঁধার জন্য প্লাস্টিকের লাঠি, ক্যান্ডি, আইসক্রিম এবং সিগারেটের প্যাকেট।
পেপসিকো, কোকা-কোলা, ভারতের পার্লে এগ্রো, ডাবর এবং আমুল এই নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি পাওয়া জন্য আবেদন করলেও তা মানেনি ভারত সরকার।
জাতিসংঘের মতে, বিশ্বের মহাসাগরগুলোতে প্লাস্টিক বর্জ্যের পরিমাণ মহামারি আকারে বাড়ছে।
তিমির মতো গভীর পানিতে বসবাসকারী সামুদ্রিক প্রাণীদের অন্ত্রে প্রচুর পরিমাণে মাইক্রো প্লাস্টিক খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা।