রানঅফ ভোটে এরদোয়ানের জয়: রাষ্ট্রীয় গণমাধ্যম
তুরস্কের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, পুননির্বাচনে জয়ী হয়েছেন এরদোয়ান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
বেসরকারি ফলাফলের ভিত্তিতে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের জয়ের এ ঘোষণা দিলো তুর্কি সংবাদসংস্থাটি।
এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত, আল জাজিরার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৯৮.০৬ শতাংশ ব্যালট বাক্স খোলা হয়েছে।
রানঅফ নির্বাচনে এরদোয়ান এখন পর্যন্ত ৫২.১২ শতাংশ এবং তার প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু ৪৭.৮৮ শতাংশ ভোট পেয়েছেন।
এর আগে গত ১৪ মে প্রথম দফার নির্বাচনে জয়ের জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশের বেশি ভোট অর্জনে ব্যর্থ হন এরদোয়ান।
নির্বাচরে এরদোয়ান জয়ী হওয়ার অর্থ হচ্ছে, তিনি তার বিশ বছরের শাসনকালের সঙ্গে আরও পাঁচবছর যোগ করতে পারবেন।
১৪ মে'র ভোটে এরদোয়ান ৪৯.৫২ শতাংশ এবং কিলিচদারোগলু ৪৪.৮৮ শতাংশ ভোট পেয়েছিলেন।
এদিকে জয়ের জন্য এরদোয়ানকে ইতোমধ্যে অভিনন্দন জানিয়েছেন ফিলিস্তিন, লিবিয়া, ও হাঙ্গেরির প্রধানমন্ত্রী, এবং কাতারের আমির।