দুষ্প্রাপ্য ডাইনোসর ‘ব্যারি’র কঙ্কাল প্যারিস নিলামে
ক্যাম্পটোসরাস প্রজাতির ডাইনোসরের প্রায় অক্ষত একটি কঙ্কাল বিক্রির জন্য আগামী ২০ অক্টোবর প্যারিসে নিলামে তোলা হবে। ১৫০ মিলিয়ন বছরের পুরনো এই কঙ্কালটি ১৯০০ এর দশকে মার্কিন অঙ্গরাজ্য ওয়াইয়োমিং থেকে উদ্ধার করা হয়েছিল। খবর বিবিসির।
জীবাশ্মবিদ ব্যারি জেমস মূলত কঙ্কালটি খুঁজে বের করেছিলেন। তারই নামানুসারে কঙ্কালটির নাম রাখা হয় 'ব্যারি'। বিশেষজ্ঞদের মতে, ডাইনোসরের এই কঙ্কালটি 'অত্যন্ত ভালোভাবে সংরক্ষিত' রয়েছে।
প্যারিসের হোটেল ড্রুট এ নিলামটি অনুষ্ঠিত হবে। শেষ পর্যন্ত কঙ্কালটির দাম ১.২ মিলিয়ন ডলার পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ব্যারি নামের কঙ্কালটি জুরাসিক যুগের শেষের দিকের নিদর্শন। এটি লম্বায় ২.১ মিটার আর প্রস্থে ৫ মিটার।
নিলাম কর্তৃপক্ষের পক্ষ থেকে আলেকজান্ডার গিকেলো বলেন, "ডাইনোসরের এতটা অক্ষত কঙ্কাল পাওয়া বেশ দুষ্প্রাপ্য। কেননা এটি প্রায় ৯০ ভাগ পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে।"
ডাইনোসরের জীবাশ্ম বিক্রির ঘটনা খুব একটা পরিচিত নয়। বিশ্বজুড়ে খুব অল্পই এমন কেনা-বেচা হয়ে থাকে। যদিও কিছু বিশেষজ্ঞ এইসব প্রাপ্ত নমুনা ব্যক্তিগত সংগ্রহে চলে যাওয়ায় শঙ্কা প্রকাশ করেছেন।
গত এপ্রিলে টাইরানোসরাস রেক্স প্রজাতির ডাইনোসরের কঙ্কাল ইউরোপে প্রথমবারের মতো নিলামে বিক্রি হয়েছিল।
বিষয়টি নিয়ে বিবিসির কাছে দেওয়া এক সাক্ষাৎকারে এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ প্রফেসর স্টিভ ব্রুসেট বেশ উদ্বেগ প্রকাশ করেছেন। কেননা তিনি মনে করেন, কঙ্কালগুলো বৈজ্ঞানিকভাবে বেশ মূল্যবান। কিন্তু এটি ব্যক্তিগত সংগ্রাহকের ভল্টে চলে গেলে সেগুলো অনেকটা হারিয়ে যাওয়ার মতোই।