সিংহীর নাম সীতা, সিংহের নাম আকবর, নাম বদলাতে আদালতে ভারতের হিন্দু জাতীয়তাবাদী সংগঠন
হিন্দু দেবী সীতার নামে একটি সিংহী এবং মুসলিম সম্রাট আকবরের নামে একটি সিংহের নাম রাখায় আদালতে মামলা ঠুকেছে ভারতের একটি হিন্দু জাতীয়তাবাদী সংগঠন।
ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের। আকবর ও সীতা নামের পশু দুটিকে একটি চিড়িয়াখানায় এক খাঁচায় একসঙ্গে রাখা হয়েছিল। এ বিষয়েই আপত্তি ডানপন্থি হিন্দু সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের।
তাই সিংহের নাম বদলানোর জন্য আদালতে আবেদন করেছে সংগঠনটি।
মোগল সম্রাট আকবরের আমলে ভারতীয় উপমহাদেশে মুসলিম সাম্রাজ্যের বিস্তার ঘটে। তার শাসনামলকে হিন্দু জাতীয়তাবাদী গ্রুপগুলো দাসত্বের সময় বলে বিবেচনা করে।
আকবর ও সীতা নামের সিংহ-সিংহীকে একসঙ্গে রাখলে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে, এমন ইঙ্গিত দিয়ে বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তা অনুপ মণ্ডল বলেন, 'সীতা মোগল সম্রাট আকবরের সঙ্গে থাকতে পারেন না। এরকম কাজে ধর্ম অবমাননা হয় এবং কাজটি সব হিন্দুর ধর্মীয় অনুভূতির ওপর সরাসরি আঘাত।'
মণ্ডল বলেন, আগে বিজেপিশাসিত পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরায় থাকার সময় আকবর নামের সিংহটির নাম রাখা হয়েছিল হিন্দু দেবতা রামের নামানুসারে। কিন্তু তৃণমূল কংগ্রেসশাসিত পশ্চিমবঙ্গে আনার পর সিংহটির নাম বদলে ফেলা হয়।
বিশ্ব হিন্দু পরিষদের পিটিশনে ধর্মীয় নামে চিড়িয়াখানার প্রাণীদের নাম রাখার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন করা হয়েছে।
পশ্চিমবঙ্গ বন বিভাগের কর্মকর্তা দীপক মণ্ডল বলেন, 'সিংহ ও সিংহী দুটোকে এখন আলাদা রাখা হয়েছে।'
আগামীকাল (২০ ফেব্রুয়ারি) বিশ্ব হিন্দু পরিষদের করা মামলার শুনানি হবে।