১০০০ হর্সপাওয়ারের বৈদ্যুতিক গাড়ি আনছে স্পোর্টস কার নির্মাতা প্রতিষ্ঠান পোর্শে
বাজারে আসছে পোর্শের নতুন ইলেক্ট্রিক গাড়ি টাইকান টার্বো জিটি। এক হাজার হর্সপাওয়ারের গাড়িটি আগামী গ্রীষ্মেই বাজারে ছাড়বে পোর্শে।
গাড়িটির আনুমানিক দাম প্রায় দুই লাখ ৩০ হাজার ডলার হবে বলে জানিয়েছে পোর্শে।
জানা গেছে, টাইকান টার্বো জিটি ইতোমধ্যেই দুটি ট্র্যাক স্পিড রেকর্ড গড়েছে এবং টেসলার মডেল এসকে হারিয়েছে ১৮ সেকেন্ডের ব্যবধানে।
ইভি (ইলেকট্রনিক ভেহিক্যাল) গাড়িতে একাধিক মোটর থাকায় তেলচালিত গাড়ি থেকে এর হর্সপাওয়ার ও গতি তুলনামূলক বেশি থাকে। লঞ্চ কন্ট্রোল বোতামের সাহায্যে ১০৯৩ হর্সপাওয়ারের গাড়িটির ০ থেকে ৬০ মাইল প্রতি ঘণ্টা পৌঁছতে লাগে মাত্র ২.১ সেকেন্ড।
সাধারণত টার্বো জিটির সর্বাধিক শক্তি ৭৭৭ হর্সপাওয়ারে সীমাবদ্ধ থাকলেও তা বৃদ্ধির জন্য একটি লঞ্চ কন্ট্রোল বোতাম রয়েছে। বোতামটিতে চাপ দেওয়ার পর এটি ১০৯৩ হর্সপাওয়ারের শক্তি সরবরাহ করবে। এই শক্তি তৈরি করতে গাড়িতে দুইটি মোটর রয়েছে।
একটি তেলচালিত পোর্শে ৯১১ সর্বোচ্চ ৩৭৯ হর্সপাওয়ারের শক্তি উৎপাদন করে, আর টয়োটা প্রিয়াস উৎপন্ন করে ১৯৬ হর্সপাওয়ার। সে হিসেবে টার্বো জিটি তুলনামূলকভাবে বেশি শক্তিশালী। তাই ধারণা করা হচ্ছে গতিতে অনেক গাড়িকে পেছনে ফেলবে এটি।
গাড়িটিতে অ্যাটাক মুডও আছে, যা ১০ সেকেন্ডের জন্য চালু থাকে। এই মোডে গাড়িটির শক্তি ৯৩৭ হর্সপাওয়ারে পৌঁছায়।
পোর্শের এক মুখপাত্র বলেন, 'এ ধরনের পাওয়ার লেভেল বেশিক্ষণ চালু রাখা যায় না, কারণ মোটর এবং ব্যাটারিকে ঠাণ্ডা রাখার জন্য ব্যাটারির বেশি শক্তি ক্ষয় হয়।
নুরবার্গিং নর্ডশ্লেইফের ট্র্যাকে গতির দিক দিয়ে আগের সর্বোচ্চ রেকর্ড ছিল টেসলা মডেল এস গাড়ির। তবে মডেল এসকে পেছনে ফেলে পোর্শে টাইকান টার্বো জিটির এখন ট্র্যাকের দ্রুততম চার-দরজা বিশিষ্ট গাড়ি।
টাইকান নামটি এসেছে তুর্কি তাইকান শব্দ থেকে। যার অনুবাদ করলে দাঁড়ায় 'একটি শাবকের আত্মা'। এটি চার আসন বিশিষ্ট, চার দরজার গাড়ি। ২০১৯ সালে এটি প্রথম বাজারে আসে। এটিই পোর্শের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি।
উল্লেখ্য, জার্মান স্পোর্টস কার এ প্রতিষ্ঠানটি ১৯৩১ সালে প্রতিষ্ঠিত এবং বর্তমানে ভক্সওয়াগেন গ্রুপের মালিকানাধীন।
গাড়ির নামে 'টার্বো' থাকলেও গাড়িগুলোর কোনোটিরই আসলে টার্বোচার্জার নেই। কারণ, বৈদ্যুতিক গাড়িতে টার্বো চার্জার ব্যবহার করা যায় না। টার্বো শব্দটি কেবল তাদের শক্তি এবং গতির ক্ষমতা বোঝাতে ব্যবহৃত হয়।
পোর্শে ঘোষণা করেছে যে তার পরবর্তী প্রজন্মের বক্সস্টার এবং কেম্যান ২-ডোর স্পোর্টস গাড়িগুলোও বৈদ্যুতিক হবে। তবে, পোর্শের নির্বাহীরা স্পষ্ট করে দিয়েছেন যে আইকনিক ৯১১ সিরিজের স্পোর্টস গাড়িটি সম্পূর্ণ বৈদ্যুতিক প্ল্যাটফর্মে রূপান্তরিত হওয়া পোর্শের শেষ তেলচালিত গাড়ি হবে।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন