টেইলর সুইফট, ম্যাজিক জনসন, স্যাম অল্টম্যান-সহ ফোর্বসের বিলিয়নিয়ারের তালিকার নতুনেরা
এ সপ্তাহে প্রকাশিত ফোর্বস ম্যাগাজিনের বার্ষিক বিলিয়নিয়ারের তালিকায় ২৬৫ টি নতুন মুখের মধ্যে টেইলর সুইফট, ম্যাজিক জনসন এবং স্যাম অল্টম্যানের মতো ব্যক্তিরা রয়েছেন।
সম্পূর্ণ র্যাংকিংয়ে মোট ২ হাজার ৭৮১ জন জন লোক রয়েছেন যাদের মোট অর্থের পরিমাণ ৮ মার্চ পর্যন্ত ছিল ১৫.২ ট্রিলিয়ন ডলার।
টেইলর সুইফট (১.১ বিলিয়ন ডলার) 'দ্য এরাস ট্যুর' এর কল্যাণে বিলিয়নিয়ারের এ তালিকায় যোগ দিয়েছেন। তার এই ট্যুরের অংশ হিসেবে তিনি ৫ টি মহাদেশের ৫৪টি শহরে মোট ১৫২ টি শো করছেন।
তিনি এই বিশ্বব্যাপী কনসার্ট থেকে ১ বিলিয়ন ডলারের বেশি আয় করেছেন। তার মোট সম্পদের মধ্যে সঙ্গীত থেকে আয় করা অর্থ যেমন 'ব্ল্যাঙ্ক স্পেস' ও 'অ্যান্টি-হিরো' গান থেকে আয় করা অর্থ অন্তর্ভুক্ত করা হয়েছে।
ম্যাজিক জনসন (১.২ বিলিয়ন ডলার) ১৯৮০-এর দশকে লস অ্যাঞ্জেলেস লেকার্সকে (মার্কিন বাস্কেটবল দল) পাঁচটি চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতানোর জন্য পরিচিত। তবে এই বাস্কেটবল তারকা অবসর নেওয়ার পর থেকেই তার বেশিরভাগ সম্পদ তৈরি করেছেন।
তিনি ওয়াশিংটন কমান্ডার, লস অ্যাঞ্জেলেস ডজার্স, লস অ্যাঞ্জেলেস স্পার্কস এবং লস অ্যাঞ্জেলেস এফসির মত স্পোর্টস ক্লাওবগুলোর ছোট অংশের মালিক। তিনি বছরের পর বছর ধরে স্টারবাকস ফ্র্যাঞ্চাইজি, সিনেমা থিয়েটার এবং রিয়েল এস্টেটে লাভজনক বিনিয়োগ করে আসছেন।
স্যাম অল্টম্যান (১ বিলিয়ন ডলার) মাইক্রোসফ্ট-সমর্থিত ওপেনএআই-এর সিইও যেটি চ্যাটজিপিটির জন্য সকলের কাছে সুপরিচিত।
তিনি ওয়াই কম্বিনেটরের প্রেসিডেন্ট থাকাকালীন স্টার্টআপে প্রথমদিকে বিনিয়োগ করে ধনী তালিকায় স্থান করে নেন। তিনি স্ট্রাইপ এবং রেডডিটের মতো কোম্পানিগুলোতে বাজি ধরেছিলেন যা তখন সবেমাত্র প্রকাশ্যে এসেছিল। তিনি নিউক্লিয়ার ফিউশন স্টার্ট-আপ হেলিয়নেও বিনিয়োগ করেছিলেন।
এ বছরের সবচেয়ে নবাগত বিলিয়নিয়ার হলেন আন্দ্রেয়া পিগনাতারো যার সম্পদের মূল্য ২৭.৫ বিলিয়ন ডলার। তিনি একটি আর্থিক সফটওয়্যার কোম্পানি আইওএন গ্রুপ প্রতিষ্ঠা করেছেন। তার সম্পদ আসে আইওনে তার অংশীদারিত্ব থেকে এবং সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনের বিলাসবহুল হোটেল এবং বাংলো থেকে।
এআই, ক্রিপ্টোকারেন্সি এবং অন্যান্য প্রযুক্তির কল্যাণে এ বছর বেশ কয়েকজন বিলিয়নিয়ারের খেতাব অর্জন করেছেন। তাদের মধ্যে আছেন— সুপার মাইক্রো কম্পিউটারের সিইও চার্লস লিয়াং (৬.১ বিলিয়ন ডলার), অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসের সিইও লিসা সু (১.৩ বিলিয়ন ডলার), টেসলা এবং স্পেসএক্সের বিনিয়োগকারী আন্তোনিও গ্রাসিয়াস (১.১ বিলিয়ন ডলার), এনভিডিয়ার পরিচালক হার্ভে জোন্স (১ বিলিয়ন ডলার) এবং জিয়ানকার্লো দেবাসিনি (৯.২ বিলিয়ন ডলার) যিনি ক্রিপ্টো জায়ান্ট টিথার চালু করার আগে একজন প্লাস্টিক সার্জন হিসাবে কাজ করেছেন।
ফোর্বসের বিলিয়নিয়ারের তালিকায় অন্যান্য নবাগতদের মধ্যে রয়েছেন টড গ্রেভস (৯.১ বিলিয়ন ডলার)। তিনি রাইজিং কেনস চিকেন ফিঙ্গারস এর প্রতিষ্ঠাতা। এছাড়া আছেন 'ল এন্ড অর্ডার' টিভি অনুষ্ঠানের প্রযোজক ডিক উলফ (১.২ বিলিয়ন ডলার), লাল সোলযুক্ত হাই হিলের ডিজাইনার ক্রিশ্চিয়ান লুবউটিন (১.২ বিলিয়ন ডলার) এবং ফ্যাশন কোম্পানি শেইনের তিনজন সহ-প্রতিষ্ঠাতা যাদের সম্পদের মূল্য ৪.২ বিলিয়ন ডলার।