এক বছরের সমপরিমাণ বৃষ্টিতে মরুশহর দুবাইয়ে জল থৈ থৈ করছে!
ভারী বৃষ্টিপাতের কারণে দুবাইতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) ভারী বৃষ্টিপাতের জন্য দুবাইয়ের রাস্তাগুলো নদীতে পরিণত হয়েছে এবং বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর পানিতে তলিয়ে গেছে এবং বিমানগুলো বন্যার পানিতে নৌকার মতো চলাচল করছে।
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বন্যার কারণে ফ্লাইট চলাচলের ব্যাঘাত ঘটেছে এবং এমিরেটস সহ বেশ কয়েকটি এয়ারলাইনের ফ্লাইট বিলম্বিত ও বাতিল হয়েছে। ফ্লাইদুবাই এয়ারলাইন বুধবার (১৭ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত সমস্ত ফ্লাইট বাতিল করেছে।
বিমানবন্দরে আটকে পড়া একজন যাত্রী সিএনএনকে জানিয়েছেন, তিনি মঙ্গলবার গভীর রাতে হংকং থেকে দুবাই আসার পরে আরো কয়েকশ লোকের সাথে বিমানবন্দরে রাত কাটিয়েছেন কারণ টার্মিনালের বাইরে কোনও পরিবহনের ব্যবস্থা ছিল না।
বিমানবন্দরের আবহাওয়া পর্যবেক্ষণের তথ্য অনুসারে, মঙ্গলবার মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে দুবাইতে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। জাতিসংঘের তথ্য অনুসারে, দুবাইতে সারাবছরেও এতটা বৃষ্টিপাত হয় না।
কিছু চালক তাদের যানবাহন ফেলে চলে যেতে বাধ্য হয়েছিল কারণ প্রবল এবং দ্রুত বৃষ্টিপাতের কারণে বন্যার পানি বেড়ে রাস্তাগুলো নদীতে পরিণত হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ভিডিওতে দেখা যায়, বড় শপিং মলের মধ্য দিয়ে বৃষ্টির পানি প্রবাহিত হচ্ছে এবং বাড়ির নিচতলা বন্যায় প্লাবিত হচ্ছে।
সংযুক্ত আরব আমিরাতের বাকি স্থানের মতো দুবাইয়ের আবহাওয়া গরম এবং শুষ্ক। দুবাইয়ে বৃষ্টিপাত কম হওয়ায় ভারী বৃষ্টিপাতের সময় পানি নিষ্কাশনের সীমিত অবকাঠামো রয়েছে। তাই মঙ্গলবারের প্রবল বৃষ্টিপাতে শহরটি বন্যার কবলে পড়ে।
জলবায়ু পরিবর্তনের কারণে এই ধরনের ভারী বৃষ্টিপাতের ঘটনা আরো ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বায়ুমণ্ডল উষ্ণ হওয়ার সাথে সাথে এটি আরও আর্দ্রতা ধরে রাখতে পারে এবং এর থেকে দুবাইয়ের মতো অন্য স্থানে বৃষ্টিপাত দেখা যেতে পারে।
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়