অ্যামাজনের রিটার্ন বাক্সে ঢুকে পড়ে বিড়াল, ৬ দিন পর উদ্ধার হয় কয়েক শ মাইল দূরের শহরে
ইন্টারনেটভিত্তিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজনে পণ্য অর্ডার করেছিলেন যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের এক দম্পতি। কিন্তু তারা পণ্যটি পরে ফেরত পাঠান। ঘটনাক্রমে পণ্যটির বাক্সের ভেতর তাদের পোষা বিড়ালটি ঢুকে পড়েছিল। সেটি আর তারা খেয়াল করেননি। ওই অবস্থায়ই তারা বাক্সটি ফেরত দেন। এর ছয়দিন পর শত শত মাইল দূরে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে বিড়ালটি সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
বিড়ালটির নাম গ্যালেনা। ক্যারি ক্লার্ক গত ১০ এপ্রিল থেকে তার বিড়ালটি খুঁজে পাচ্ছিলেন না। পরে তিনি পরিবারের সদস্য ও বন্ধুদের নিয়ে আশে-পাশে খোঁজাখুঁজি করেন। বিড়ালটির সন্ধান চেয়ে বিভিন্ন জায়গায় পোস্টারও লাগান। কিন্তু সপ্তাহ খানেক চেষ্টা করেও বিড়ালটির হদিস মিলছিল না। এ নিয়ে ক্লার্ক বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন।
এরই মধ্যে ক্লার্কের কাছে নোটিফিকেশন আসে যে গ্যালেনার শরীরে থাকা মাইক্রোচিপ স্ক্যান করা হয়েছে। ঠিক এর পরদিন তার কাছে ক্যালিফোর্নিয়ার এক পশুচিকিৎসকের ফোন আসে। ওই চিকিৎসক ক্লার্ককে জানান যে অ্যামাজনের রিটার্ন প্যাকেজের ভেতর থেকে পাঁচ জোড়া জুতাসহ বিড়ালটি পাওয়া গেছে।
প্রথমে ক্লার্কের কাছে এ কথা অবিশ্বাস্য মনে হয়েছিল। তিনি ভেবেছিলেন কেউ হয়ত তার সাথে প্র্যাঙ্ক (ছলনা) করছেন। কারণ ইউটাহ থেকে ক্যালিফোর্নিয়ার দুরত্ব কয়েক শ মাইল। বিড়ালটি এত দূরে কীভাবে চলে গেল, তা ভেবে পাচ্ছিলেন না তিনি।
ক্লার্ক বলেন, 'আমি তখন দৌড়ে গিয়ে আমার স্বামীকে গ্যালেনাকে খুঁজে পাওয়ার খবরটি জানাই। আমরা বুঝতে পারি যে বিড়ালটি হয়ত কোনো এক সময়ে লাফ দিয়ে ওই বাক্সের মধ্যে ঢুকে পড়েছিল, যেটি আমরা ফেরত পাঠিয়েছিলাম।'
ছয়দিন পর অ্যামাজনের এক কর্মী গুদামে রাখা ওই বাক্সটি খুলে তাতে বিড়ালটি দেখতে পান। এই ছয়দিন খাবার কিংবা পানি ছাড়াই বেঁচে ছিল বিড়ালটি। শারীরিকভাবেও ছিল সুস্থ। পরে তিনি বিড়ালটিকে চিকিৎসকের কাছে নিয়ে যান।
এরপর ক্লার্ক ও তার স্বামী বিড়ালটি ফেরত আনতে ক্যালিফোর্নিয়ায় যান।
ক্লার্ক বলেন, আমি আশা করি যারা বিড়াল পুষে থাকেন, গল্পটি তাদের বিড়ালের শরীরে মাইক্রোচিপ লাগাতে উৎসাহী করবে।
অনুবাদ: রেদওয়ানুল হক