দুবাইয়ে আবারো ভারী বৃষ্টিপাতে ফ্লাইট বাতিল, স্কুল, অফিস বন্ধ
ভারী বৃষ্টিপাতের জন্য দুবাইয়ে অবস্থিত বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম দুবাই বিমানবন্দরে ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৪টা থেকে ঝড়ো হওয়াসহ বৃষ্টি শুরু হয় সংযুক্ত আরব আমিরাতে।
দুই সপ্তাহ আগের ভারী বৃষ্টিপাতের জন্য বন্যা দেখা দিলে সংযুক্ত আরব আমিরাতে চারজন এবং ওমানে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছিল যার মধ্যে ১০ জন শিশু ছিল। চরম আবহাওয়ার কারণে সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি অংশে বন্যার সৃষ্টি হয়েছিল যা মহাকাশ থেকে স্যাটেলাইট চিত্রের মাধ্যমেও ধরা পরে।
সংযুক্ত আরব আমিরাতের শহর উপকূলীয় রাস আল-খাইমাহ থেকে সিএনএনের সংগ্রহ করা ভিডিও থেকে দেখা যায়, বৃহস্পতিবারের তীব্র বৃষ্টিপাতের জন্য রাস্তায় পানি জমে গেছে এবং বজ্রপাতের জন্য আকাশ আলোকিত হয়ে যাচ্ছিল।
দুই সপ্তাহ আগের মতো ভারী বৃষ্টিপাত না হলেও দুবাইতে ১২ ঘণ্টায় ২০ মিলিমিটারের (মিমি) মতো বৃষ্টিপাত হয়েছে যা সাধারণত এপ্রিল ও মে মাসে দুবাইতে হওয়া মোট বৃষ্টিপাতের পরিমাণের দ্বিগুণেরও বেশি। আবুধাবিতে ২৪ ঘণ্টায় ৩৪ মিমি বৃষ্টিপাত হয়েছে যা সাধারণত এপ্রিল এবং মে মাসে শহরটিতে হওয়া মোট বৃষ্টিপাতের চার গুণেরও বেশি।
গতবারের বৃষ্টির অভিজ্ঞতা থেকে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের এবার ভালো প্রস্তুতি নিতে দেখা গেছে। দুবাইয়ে অবস্থিত সিএনএনের সাংবাদিক বৃষ্টিপাতের এক দিন আগে শ্রমিকদের রাস্তায় ড্রেন তৈরি করতে দেখেছেন। শহরের বাসিন্দাদের মোবাইল ফোনে জরুরি বিজ্ঞপ্তিগ পাঠানো হয়েছিল এবং বাড়িতে থাকার জন্য তাদের সতর্ক করা হয়েছিল।
কর্তৃপক্ষ বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টি কবলিত এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকতে বলেছে। শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস বন্ধ ঘোষণা দিয়ে বাসিন্দাদের ঘরে থাকতে বলা হয়েছে ও কাজ করতে বলা হয়েছে।.বন্যা প্রবণ উপত্যকা অঞ্চলে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বাসিন্দাদের পাহাড়ি, মরুভূমি ও সমুদ্র এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে।
বিজ্ঞানীরা দুই সপ্তাহ আগে সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে রেকর্ড বৃষ্টিপাতের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছিলেন। ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন উদ্যোগের অধীনে ২১ জন বিজ্ঞানী ও গবেষকের একটি দল গবেষণার মাধ্যমে দেখিয়েছে, জলবায়ু পরিবর্তনের জন্য সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে তীব্র বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে যা সাধারণত এল নিনোর বছরগুলোতে হয়ে থাকে। বৈশ্বিক উষ্ণতার জন্যই গড়ে ১০ থেকে ৪০ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে।
বিগত ১৪ ও ১৫ এপ্রিলে ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে সংযুক্ত আরব আমিরাতের রেকর্ড অনুযায়ী [৭৫ বছর আগে দেশটিতে বৃষ্টিপাত রেকর্ড করা শুরু হয়] সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। মরুভূমির শহর হিসেবে পরিচিত দুবাইতে টানা কয়েক মাস বৃষ্টি না হওয়াই যেখানে স্বাভাবিক ঘটনা সেই শহরেই দেড় বছরের সমপরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়