হলফনামায় নিজেকে জমিহীন বললেন মোদি, জানেন না স্ত্রীর সম্পর্কে কিছুই
ভারতের চলমান লোকসভা নির্বাচনে অংশ নিতে মঙ্গলবার (১৪ মে) বারাণসী আসন [২০১৪ সাল থেকে এ আসনের প্রতিনিধিত্ব করছেন তিনি] থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তিনি যে নির্বাচনী হলফনামা জমা দিয়েছেন তাতে তিনি মোট ৩.০২ কোটি রুপির অস্থাবর সম্পত্তি থাকার কথা উল্লেখ করেছেন।
২০১৯ সালে জমা দেয়া হলফনামায় তিনি তার অস্থাবর সম্পত্তির যে হিসেব দেখিয়েছিলেন তা গত ৫ বছরে ১.৪১ কোটি রুপি বৃদ্ধি পেয়েছে। অথচ তার নিজের কোন জমি নেই, নেই কোন বাড়ি আর গাড়ি।
নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামায় মোদি জানিয়েছেন, তার স্ত্রী যশোদাবেনের পেশা সম্পর্কে তার কোন ধারণা নেই। তিনি কী করেন তা নিয়েও তার কোনো ধারণা নেই। এমনকি স্ত্রীর আয়ের উৎস সম্পর্কেও তিনি জানেন না। তার স্ত্রীর ঋণ আছে কিনা বা সরকারের কাছে বকেয়া আছে কিনা, তা তিনি জানেন না।
তিনি অবশ্য নিজের কোনো ঋণ না থাকার বিষয়টি হলফনামায় উল্লেখ করেছেন। পাশাপাশি তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা না থাকার বিষয়টিও তিনি হলফনামায় জানিয়েছেন। কোনো বন্ড বা মিউচুয়াল ফান্ডেও তিনি বিনিয়োগ করেননি।
শেষ ৫ বছরে মোদীর আয়ের হিসেব দেখিয়ে হলফনামায় তিনি জানিয়েছেন, ২০১৮-১৯ সালে তার আয় ১১.১৪ লাখ রুপি থেকে বেড়ে ২০২২-২৩ সালে ২৩.৫৬ লাখ রুপি হয়েছে।
ভারতীয় স্ট্যাট ব্যাংকে (এসবিআই) তার ২ কোটি ৮৫ লাখ ৬০ হাজার ৩৩৮ রুপির ফিক্সড ডিপোজিট (স্থায়ী আমানত) রয়েছে। তার কাছে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসসি) বাবদ রয়েছে ৯ লাখ ১২ হাজার ৩৯৮ রুপি। তার কাছে নগদ ৫২ হাজার ৯ শ ২০ রুপি রয়েছে।
২০১৯ সালের মতো এ বছরও হলফনামায় তিনি নিজেকে মোট ৪৫ গ্রাম ওজনের চারটি সোনার আংটির মালিক বলে উল্লেখ করেছেন যার বাজারমূল্য ২.৬৮ লাখ রুপি।
হলফনামায় আরো দেখানো হয়েছে, মোদির করযোগ্য আয় ২০১৮-১৯ অর্থবছরে ১১ লাখ রুপি থেকে দ্বিগুণ হয়ে ২০২২-২৩ অর্থবছরে ২৩.৫ লাখ রুপি হয়েছে।
হলফনামায় বলা হয়েছে, মোদি ১৯৭৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং ১৯৮৩ সালে গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে এমএ সম্পন্ন করেন।
মোদির প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অজয় রায় এর হলফনামায় মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১.৩১ কোটি রুপি।
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়