বাসস্টপে খুঁজে পাওয়া টিশ্যানের ছবি বিক্রি হলো ২২.৩ মিলিয়ন ডলারে
ইতালীয় রেনেসাঁ যুগের শিল্পী টিশ্যানের আঁকা 'দ্য রেস্ট অন দ্য ফ্লাইট ইনটু ইজিপ্ট' নামের একটি চিত্রকর্ম গত মঙ্গলবার (৩ জুলাই) ২২ দশমিক ৩ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে।
যিশুর শৈশব নিয়ে আঁকা ছবিটি এর আগে দুবার চুরি হয়েছিল। সর্বশেষ লন্ডনের একটি বাসস্টপে প্লাস্টিকের ব্যাগে খুঁজে পাওয়া যায় ছবিটি।
ব্রিটিশ নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি'সের অধীনে ছবিটি বিক্রি হয়েছে। বিক্রির আগে ধারণা করা হয়েছিল এর মূল্য দাঁড়াবে ১৫ থেকে ২৫ মিলিয়ন পাউন্ডে। ধারণাই সত্যি, ১৭ দশমিক ৫ মিলিয়ন পাউন্ডে (২২.৩ মিলিয়ন ডলার) বিক্রি হয়েছে রেনেসাঁ যুগের এই শিল্পকর্ম— যা টিশ্যানের আঁকা কোনো চিত্রকর্মের জন্য সর্বোচ্চ।
ষোড়শ শতাব্দীর গোড়ার দিকে তেলরং দিয়ে আঁকা এ চিত্রকর্মটিতে যিশু, মেরি এবং জোসেফকে দেখা যায়।
যিশু খ্রিষ্টের জন্মের পর তাকে হত্যা করতে মরিয়া হয়ে ওঠেন জুডিয়া রাজ্যের রোমান ইহুদি রাজা হেরোদ। ছোট্ট যিশুকে বাঁচাতে তাই মিশরের দিকে রওনা দেন মা মেরি আর জোসেফ। যাত্রাপথে কোলে ছোট্ট যিশুকে নিয়ে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন তারা। টিশ্যান তার চিত্রকর্মটিতে এমন দৃশ্যই রংতুলির ছোঁয়ায় ফুটিয়ে তুলেছেন।
ষোড়শ শতকের ভেনেশিয়ান স্কুলের প্রধান শিল্পী ইতালিয় রেনেসাঁর অন্যতম অবদানকারী টিশ্যানের পুরো নাম তিজিয়ানো ভেসেল্লি (কিংবা ভেসেল্লিও)। তার 'দ্য রেস্ট অন দ্য ফ্লাইট ইনটু ইজিপ্ট' চিত্রকর্মটির দৈর্ঘ্য ১৮ দশমিক ২৫ ইঞ্চি দৈর্ঘ্য ও প্রস্থ ২৪ দশমিক ৭৫ ইঞ্চি।
বিভিন্ন সময়ে ইউরোপের বেশ কয়েকটি অভিজাত পরিবারে হাত বদলের পর, ১৮০৯ সালে ফরাসিরা ইতালির ভিয়েনা শহর দখল করার সময় নেপোলিয়নের সৈন্যরা চিত্রকর্মটি লুট করে প্যারিসে নিয়ে যায়।
অবশ্য ১৮১৫ সালে ছবিটিকে আবার ভিয়েনায় ফিরিয়ে আনা হয়েছিল। এরপর এটি ব্রিটিশ ভূস্বামী ও কূটনীতিক জন আলেকজান্ডার থিনের ব্যক্তিগত সংগ্রহে চলে যায়।
১৯৯৫ সালে ইংল্যান্ডে থিনের বংশধরের বাড়ি থেকে ছবিটি আবার চুরি হয়। এরপর সাত বছর এর কোনো হদিস পাওয়া যায়নি।
পরে ২০০২ সালে লন্ডনের একটি বাসস্টপে প্লাস্টিকের ব্যাগ থেকে ছবিটি উদ্ধার করেন শিল্পকর্মের গোয়েন্দা চার্লস হিল।
ক্রিস্টি'স ইউকের চেয়ারম্যান অরল্যান্ডো রক বলেন, নিলামের উচ্চমূল্য চিত্রকর্মটির নিখুঁত ইতিহাস এবং সৌন্দর্যকে প্রতিফলিত করে। তিনি বলেন 'এই ছবিটি অর্ধ সহস্রাব্দেরও বেশি সময় ধরে দর্শকদের মন কেড়েছে এবং নিঃসন্দেহে এটি অব্যাহত থাকবে'।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন