স্কটল্যান্ডের সৈকতে আটকে পড়ে ৭৭ তিমির মৃত্যু
যুক্তরাজ্যের স্কটল্যান্ডের অর্কনি দ্বীপের সমুদ্র সৈকতে আটকে পড়া ৭৭টি পাইলট তিমির মৃত্যু হয়েছে। এটিকে গত কয়েক দশকের মধ্যে একসঙ্গে সবচেয়ে বেশি তিমি আটকে পরার ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
ব্রিটিশ ডাইভারস মেরিন লাইফ রেসকিউ (বিডিএমএলআর) শুরুতে বেঁচে থাকা ১২টি তিমিকে উদ্ধার করে স্যানডে'র ট্রেসনেস বিচে নিয়ে যায়। তারা বেঁচে থাকা এক ডজনে তিমিকে আবার সমুদ্রে পাঠানোর উদ্যোগ নিলেও ব্যর্থ হয়। পরে বেঁচে থাকা তিমিগুলো যাতে আর কষ্ট না পায়, সে জন্য এগুলোকে মেরে ফেলার (ইউথেনাইজ) সিদ্ধান্ত নেন উদ্ধারকারী ব্যক্তিরা।
সৈকতে আটকে পড়া তিমিগুলোর মধ্যে ২২ফিট লম্বা পুরুষ তিমির পাশাপাশি স্ত্রী তিমি, তিমি শাবক এবং সদ্য জন্ম নেয়া তিমির বাচ্চাও ছিল।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, তিমিগুলো সৈকতে আটকে পড়া সঠিক কারণ এখন নির্ণয় করা সম্ভব হয়নি। তবে তারা ধারণা করছেন, কোন একটি তিমি বিপদে পরায় বাকি তিমিগুলো সেটিকে সাহায্য করার চেষ্টা করেছিল।
তিমিগুলোর পোস্টমর্টেম চলাকালীন স্থানীয়দের সৈকতের আশেপাশে অবস্থান না করতে বলা হয়েছে।
স্কটিশ মেরিন অ্যানিমাল স্ট্র্যান্ডিং স্কিম (এসএমএএসএস) প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯৯৫ সাল থেকে এটি স্কটল্যান্ডের সমুদ্র সৈকতে তিমি আটকে পড়ার সবচেয়ে বড় ঘটনা বলে মনে করা হচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে অনুরূপ ঘটনা আরো ঘটেছে।
গতবছর যুক্তরাজ্যের স্কটল্যান্ডের আইল অব লুইস দ্বীপের সৈকতে আটকে পড়া ৫৫টি পাইলট তিমির মৃত্যু হয়েছিল। তখন বেঁচে থাকা ১৫টি তিমিকে আবার সমুদ্রে পাঠানোর উদ্যোগ ব্যর্থ হওয়ায় সেগুলোকেও মেরে ফেলতে (ইউথেনাইজ) বাধ্য হয়েছিলেন উদ্ধারকারীরা। তখন শুধু একটি তিমিকে বাঁচানো সম্ভব হয়েছিল।
ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের তথ্য অনুসারে, যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বেশি তিমি আটকে পড়ার ঘটনা ঘটেছিল ১৯২৭ সালে। তখন হাইল্যান্ডের ডরনচ ফার্থে আটকে পড়া ১৩০টি ফলস কিলার তিমির মধ্যে ১২৬টি মারা গিয়েছিল।
স্কটিশ মেরিন অ্যানিমাল স্ট্র্যান্ডিং স্কিম-এর অ্যান্ড্রু ব্রাউনলো বিবিসি নিউজকে বলেছেন, স্কটল্যান্ডে এভাবে তিমির সৈকতে আটকে পড়ার ঘটনা প্রায়ই ঘটছে।
তিনি বলেন, 'অতীতে, এত বড় মাপের আটকে পড়ার ঘটনা বিরল ছিল। তবে গত এক দশকে আমরা স্কটল্যান্ডের আশেপাশে এরকম ঘটনা আরো বেশি করে ঘটতে দেখছি।'
ব্রাউনলো এ ধরনের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, প্রাণীগুলোর জনসংখ্যা বৃদ্ধির কারণে বা এই প্রাণীগুলো পরিবেশে যে বিপদের সম্মুখীন হচ্ছে তার কারণে এমনটা ঘটতে পারে।