পদত্যাগ করবেন না, জেল থেকেই সরকার চালাবেন: মমতাকে ‘পরামর্শ’ কেজরিওয়ালের
দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে নিজে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও অরবিন্দ কেজরিওয়াল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়সহ বিরোধীদলের মুখ্যমন্ত্রীদের পদত্যাগ না করে সরকার চালিয়ে যাওয়ার 'পরামর্শ' দিয়েছেন।
তিনি বলেছেন, 'গ্রেপ্তার হলে বা কোনো পরিস্থিতিতেই যাতে কেউ পদত্যাগ না করেন। জেলে গেলেও যেন সেখান থেকেই সরকার চালান।'
বিরোধীদলের মুখ্যমন্ত্রীদের উদ্দেশে কেজরিওয়াল বলেন, 'ইডি (ভারত সরকারের আইন প্রয়োগকারী ও অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা), সিবিআই (ভারতের গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা) দিয়ে ভয় দেখানো, ভুয়া মামলা করে জেলে পাঠানো, সরকার ফেলে দেওয়া এসবই বিজেপির ফর্মুলা। তারা ভেবেছিল কেজরিওয়ালকে জেলে পাঠালে আম আদমি পার্টি ভেঙে যাবে, বিধায়ক ভাঙিয়ে দিল্লিতে সরকার গড়ে ফেলবে বিজেপি, পাঞ্জাবেও বিধায়ক ভাঙিয়ে সরকার গঠন করা সম্ভব হবে।'
তিনি বলেন, 'আমাদের দল ভাঙেনি, বিধায়ক-কর্মকর্তাদের ভাঙাতে পারেনি। এদের (বিজেপি) এতবড় ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়ার ক্ষমতা আমাদের আছে। তারা ভেবেছিল মনোবল ভেঙে দেবে। বরং জেলে এই ১৫০-২০০ দিনে আমার মনোবল ১০০ শতাংশ বেড়েছে।'
তিনি আরও বলেন, 'এটা বিজেপির নতুন ফর্মুলা। যেখানে যেখানে হেরেছে, সেখানকার মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ভুয়া মামলা করে, গ্রেপ্তার করে, ইডি-সিবিআই পাঠিয়ে সরকার ফেলার দেওয়ার চেষ্টা করছে।'
মমতা বন্দোপাধ্যায়ের উদ্দেশে কেজরিওয়াল বলেন, 'হেমন্ত সোরেন (ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী), সিদ্দারামাইয়া (কর্ণাটকের মুখ্যমন্ত্রী), পিনারাই বিজয়নের (কেরালার মুখ্যমন্ত্রী) বিরুদ্ধে মামলা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও একই জিনিস চলছে।'
কেজরিওয়াল মমতাসহ বিরোধীদলের মুখ্যমন্ত্রীদের পরামর্শ দিয়ে বলেন, 'দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের হতজোড় করে বলব, প্রধানমন্ত্রী যদি জেলে ঢোকানোর হিম্মত দেখান, ইস্তফা দেবেন না। জেল থেকে সরকার চালান।'
এ সময় তিনি সব মুখ্যমন্ত্রীকে বিজেপির এই নতুন ফর্মুলা ব্যর্থ করে দেওয়ার আহ্বান জানান।