মার্কিন কংগ্রেসের প্রথম ট্রান্সজেন্ডার সদস্য সারাহ ম্যাকব্রাইড
প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে মার্কিন কংগ্রেসের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট সারাহ ম্যাকব্রাইড। তিনি ডেলাওয়্যার অঙ্গরাজ্যের কংগ্রেসের আসনে জয়লাভ করেছেন।
৩৪ বছর বয়সি ম্যাকব্রাইড ২০২০ সালে ডেলাওয়্যার স্টেট সিনেটে নির্বাচিত হয়ে প্রথম ট্রান্সজেন্ডার সিনেটর হিসেবে ইতিহাস তৈরি করেছিলেন, এখন আবার এক নতুন মাইলফলক সৃষ্টি করেছেন মার্কিন রাজনীতিতে।
ম্যাকব্রাইড ২০১৬ সালে প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে মার্কিন জাতীয় রাজনৈতিক দলীয় কনভেনশনে বক্তব্য রেখেছিলেন এবং ২০১২ সালে বারাক ওবামার প্রশাসনে হোয়াইট হাউসে ইন্টার্নশিপ করেছিলেন।
নির্বাচনের আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "প্রথম হওয়া মানে সেরা হওয়া, কিন্তু এসব কিছুই ততটা গুরুত্বপূর্ণ নয় যদি আমি ডেলাওয়েয়ারের জন্য সেরা কংগ্রেস সদস্য হতে না পারি।"
২০২৩ সালে ৩৭টি রাজ্যে ট্রান্সজেন্ডার এবং লিঙ্গের বহুত্ববাদী মানুষের জন্য লিঙ্গ-অনুকূল স্বাস্থ্যসেবা সীমিত করার জন্য ১৪২টি আইন পেশ করা হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় তিনগুণ বেশি। কংগ্রেসে রিপাবলিকানরা বহু বছর ধরে ট্রান্স-বিরোধীতা করে আসছে।
ম্যাকব্রাইড উইলমিংটন, ডেলাওয়্যারে বড় হয়ে ২০১১ সালে প্রথম নিজের ট্রান্স পরিচয় প্রকাশ করেন। তিনি রাজনীতিতে আসেন সমানাধিকার ও অন্তর্ভুক্তি তৈরির উদ্দেশ্যে।