জয়ী হলে ফৌজদারি মামলায় অভিযুক্ত প্রথম মার্কিন প্রেসিডেন্ট হবেন ট্রাম্প
২০২৪ সালের মার্কিন নির্বাচন অনেকটা শেষের পথে, জয়ের পথে আছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। এই নির্বাচন ট্রাম্পের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে।
এবারের নির্বাচনে জিতলে, ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট। ৭৮ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।
এছাড়া, তিনিই প্রথম মার্কিন প্রেসিডেন্ট হবেন, যার বিরুদ্ধে রয়েছে একাধিক অপরাধ মামলা। শেষ দেওয়া নির্দেশ অনুযায়ী, ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত ট্রাম্পের সাজা ঘোষণা হতে পারে ২৬ নভেম্বর। অর্থাৎ প্রেসিডেন্ট নির্বাচনের দিন ২০ পর।
২০২১ সালে ডেমোক্র্যাট জো বাইডেনের কাছে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পর, ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় অভিযুক্ত করা হয় তাকে।
তিনি হবেন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট, যিনি দোষী সাব্যস্ত হয়ে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং ওভাল অফিসে বসবেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে প্রাপ্তবয়স্ক সিনেমা তারকা স্টর্মি ড্যানিয়েলসের সাথে সম্পর্কিত মামলাও চলমান।
স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে শারীরিক সম্পর্কের পর ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় তার মুখ বন্ধ রাখতে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। এই টাকা দেওয়ার বিষয়টি গোপন রাখার জন্য ট্রাম্প তার ব্যবসায়িক সংস্থার নথিপত্রে জালিয়াতি করেছিলেন। এই অভিযোগ প্রমাণিত হওয়ার পর ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হয়, এবং নভেম্বরের শেষের দিকে তার সাজা ঘোষণা হতে পারে।
ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যিনি দুইবার অভিশংসিত হয়ে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।