পুতিন ট্রাম্পকে অভিনন্দন জানাবেন কিনা, আমরা জানি না: ক্রেমলিন মুখপাত্র
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিনন্দন জানানোর কোনো পরিকল্পনা সম্পর্কে তিনি অবহিত নন বলে জানিয়েছেন তার মুখপাত্র দিমিত্রি পেশকভ।
আজ বুধবার (৬ নভেম্বর) সকালে পেসকভ বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতি অবন্ধুসুলভ দেশ ছিল– এটা কারো ভুলে যাওয়া উচিৎ হবে না। রাশিয়ার বিষয়ে মার্কিন রাজনীতিবিদদের মন্তব্য ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করেছে রাশিয়া।
তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক ঐতিহাসিক তলানিতে গিয়ে ঠেকে, যার চেয়ে আর অবনতি ছিল কার্যত অসম্ভব।
পেশকভের মতে, যুক্তরাষ্ট্র চাইলে তার পররাষ্ট্রনীতি বদলাতে পারতো, তবে জানুয়ারিতে ট্রাম্প যখন দায়িত্ব গ্রহণ করবেন– তখন কি হয় আমরা তা দেখব।