ঢাকা’র ১,৫২৮ বর্গ কিমি এলাকা নিয়ে চূড়ান্ত ড্যাপ-এর গ্যাজেট প্রকাশ
ঢাকা শহরের ১,৫২৮ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বিশদ অঞ্চল পরিকল্পনা বা ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) চূড়ান্ত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রকাশ করা এক গ্যাজেট প্রজ্ঞাপনে এ রূপরেখা চূড়ান্ত করা হয়।
ঢাকা শহরের বিভিন্ন এলাকার জনসংখ্যার ঘনত্বকে নাগিরক সুবিধার সঙ্গে আনুপাতিক রেখে এবং আগামী ২০৩৫ সালে মধ্যে পরিকল্পিত অবকাঠামো গড়ে তুলে আরও ৬০ লাখ মানুষকে বসবাসের সুবিধা দেওয়ার উদ্দেশ্যে ড্যাপ তৈরি করা হয়েছে।
এর আগে ২০২০ সালের ২ সেপ্টেম্বর প্রস্তাবিত ড্যাপ নিয়ে অভিযোগ ও পরামর্শ দেওয়ার জন্য ঢাকার বাসিন্দাদের আহ্বান জানিয়েছিল সরকার।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নাগরিকদের সব অভিযোগ ও পরামর্শ আমলে নিয়ে মন্ত্রণালয় ড্যাপ চূড়ান্ত করেছে।