এনসো ফার্নান্দেজকে পেতে ১৪০০ কোটি টাকার প্রস্তাব চেলসির
বিশ্বকাপের আগেই তার উপর নজর ছিলো ইউরোপের বড় ক্লাবগুলোর। বেনফিকার হয়ে চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছিলেন। সেখানে যা করেছেন, তাতে এনসো ফার্নান্দেজকে পাওয়ার জন্য কাড়াকাড়ি পড়ে যাওয়াটাই স্বাভাবিক।
বিশ্বকাপের দলে থাকলেও সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে একাদশে ছিলেন না তিনি। সেই ম্যাচে হারের পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি তাকে সুযোগ দেন মেক্সিকোর বিপক্ষে।
সেই ম্যাচে গোল করার পাশাপাশি অসাধারণ পারফরম্যান্সে দলে জায়গা পাকাপোক্ত করে নেন এনসো ফার্নান্দেজ। এরপর তো বিশ্বকাপের সেরা উদীয়ামান তারকার পুরস্কারই জিতে নেন ২১ বছর বয়সী এই মিডফিল্ডার।
বিশ্বকাপের আগে থেকেই বেনফিকার হয়ে পর্তুগিজ লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগে ধারাবাহিকভাবে দারুণ খেলেছেন এনসো ফার্নান্দেজ। তখন থেকেই তাকে দলে ভেড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছিল ইউরোপের বড় ক্লাবগুলো। যাদের মধ্যে ছিলো লিভারপুল, চেলসির মতো ক্লাব।
বিশ্বকাপের পারফরম্যান্সের পর এনসোকে পেতে চেষ্টা চালাচ্ছে আরো বড় ক্লাবগুলো। কিন্তু সবাইকে টেক্কা দিয়ে এনসোকে দলে টেনে নেওয়ার জন্য বেনফিকাকে ১২৭ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের বড় ক্লাব চেলসি। আমেরিকান মালিকানাধীন লন্ডনের এই ক্লাব নিজেদের ইতিহাসের সব রেকর্ড ভঙ্গ করতে রাজি এনসো ফার্নান্দেজের জন্য।
বাংলাদেশি টাকায় প্রায় ১৪০০ কোটি টাকা দিতেও রাজি চেলসি। যদিও বেনফিকা এখন পর্যন্ত এই প্রস্তাবে রাজি হয়নি। তবে খবর শোনা যাচ্ছে, চেলসির এই প্রস্তাবের উপরে অন্য কোনো ক্লাব যেতে পারবে না। ফলে এনসো ফার্নান্দেজের পরবর্তী গন্তব্য হিসেবে চেলসিই সবার উপরে অবস্থান করছে।
শেষ পর্যন্ত এনসো যদি চেলসির ডেরাতে ভেড়েন, আর্জেন্টিনা এবং প্রিমিয়ার লিগের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে যাবেন তিনি।