বাজেট পেলে আসন্ন সিটি নির্বাচনগুলোতেও সিসি ক্যামেরা থাকবে: ইসি আলমগীর
সরকার থেকে বাজেট পেলে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতেও নির্বাচন কমিশন সিসিটিভি ক্যামেরা ব্যবহার করবে বলে জানিয়েছেন ইলেকশন কমিশনার (ইসি) মো. আলমগীর।
রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
সিটি নির্বাচনগুলোতে সিসি ক্যামেরা ব্যবহার হবে কিনা জানতে চাইলে আলমগীর বলেন, 'এটা নির্ভর করবে বাজেটের ওপর। আমরা বাজেট চাইব। টাকা পেলে সিসি ক্যামেরা ব্যবহার হবে।'
সরকারের ইচ্ছা-অনিচ্ছার ওপর সিসি ক্যামেরা নির্ভর করছে কি না এমন প্রশ্নের জবাবে এই ইসি বলেন, 'সিসি ক্যামেরা ভোটের অনুষঙ্গ নয়। আইনে কোথাও বলা নেই সিসি ক্যামেরা রাখতে হবে। এটা বাড়তি ব্যবস্থা এবং পরীক্ষামূলক ছিল। টাকা পেলে সব আসনে না করলেও ঝুঁকিপূর্ণ আসনে করা হবে।'
মো. আলমগীর বলেন, "সরকার থেকে আমরা কোনো প্রতিক্রিয়া পাইনি। দলের কেউ মন্তব্য করতেই পারেন। দলের সঙ্গে সরকারের মন্তব্য মেলানো যাবে না। সরকার আর দল কিন্তু এক নয়।"
সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরের মধ্যেই পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
মো. আলমগীর বলেন, "যেহেতু আমাদের জাতীয় নির্বাচন আছে এ বছরের ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে সেজন্য আমাদের চেষ্টা থাকবে এই সিটি করপোরেশনের নির্বাচন শেষের দিকে না করে আগেই করা।"
রোববার ইসির অনানুষ্ঠানিক সভা হয়েছে। এতে চলতি বছর আসন্ন সিটি নির্বাচনগুলো নিয়ে আলোচনা হয়। সেটা উল্লেখ করে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো সিটি নির্বাচনের তফসিল নিয়ে সিদ্ধান্ত হয়নি। তবে মার্চের পর একসঙ্গে কয়েকটি নির্বাচনের তফসিল দেওয়া হবে।
"যেসব সিটির ক্ষণগণনা আগে শুরু হবে সেগুলোতে আগে ভোটের আয়োজন করবে ইসি। এক্ষেত্রে গাজীপুর, খুলনা ও রাজশাহীর ক্ষণগণনা আগেই শুরু হবে। আর বরিশাল ও সিলেটের পরে, বিধায় এই দুই সিটির ভোটও পরে আয়োজন করা হবে।"