নিজেদের মাঠে উন্মুক্ত ইফতার আয়োজন করবে চেলসি
পবিত্র রমজান মাস সামনেই। মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় এই ধর্মীয় রীতি পালনে এবার শামিল হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি।
লন্ডনে অবস্থিত এই ক্লাবটি তাদের স্টেডিয়ামে উন্মুক্ত ইফতারের ব্যবস্থা করবে। যা চেলসির স্টেডিয়াম স্ট্যামফোর্ড ব্রিজ তো বটেই, প্রিমিয়ার লিগেরই ইতিহাসে প্রথম কোনো ক্লাবের ইফতার আয়োজন।
২৬ শে মার্চ সবার জন্য নিজেদের স্টেডিয়াম উন্মুক্ত করে দেবে চেলসি। সারাদিন রোজা রাখার পর মাঠের পাশের খোলা জায়গায় বসে ইফতার করতে পারবেন যে কেউ। এজন্য কোনো খরচ করতে হবে না ইফতার করতে আসা অতিথিদের।
লন্ডনের বৃহৎ মুসলিমগোষ্ঠীকে একসাথে করার জন্যই এই উদ্যোগ নিয়েছে চেলসি, জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। এই উন্মুক্ত ইফতারের ব্যবস্থাটি চেলসি মূলত রমজান টেন্ট প্রজেক্টের সঙ্গে যৌথভাবে আয়োজন করছে।
ফুটবলে যে কোনো প্রকারের বর্ণবাদ, সাম্প্রদায়িকতা কিংবা ঘৃণার স্থান নেই সেটি মনে করিয়ে দিতে চায় চেলসি। আর সেজন্যই নিজেদের মাঠে এই ইফতারের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে লন্ডনের অন্যতম সফল এই ক্লাবটি।